আর্জেন্টিনার ফুবলের মহাতারকার প্রতি বাংলার এই ভক্তের অগাধ ভালোবাসা যেন বিরল। উত্তর ২৪ পরগনার ইছাপুর-নবাবগঞ্জের চা বিক্রেতা শিবে পাত্রর জীবনের কেন্দ্রবিন্দুই যেন মেসি।
ছোট্ট চায়ের দোকান “আর্জেন্তিনা টি স্টল”-এ ঢুকলেই বোঝা যায় তাঁর ভক্তির গভীরতা। দোকান, বাড়ি, এমনকি ঠাকুরঘরও রাঙানো নীল-সাদা রঙে- আর্জেন্টিনার জার্সির প্রতীকী ছোঁয়ায়। মেসির জন্মদিনে প্রতি বছর উৎসবের আমেজে মাতেন শিবে। তৈরি হয় বিশেষ কেক- বয়স অনুযায়ী ততো পাউন্ডের কেকও কাটা হয় তাঁর উদ্যোগে। পাড়াজুড়ে বেলুনে সাজে, মিষ্টি ও বস্ত্র বিতরণ হয়।
advertisement
শিবে পাত্রের কথায়, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েও, বিছানায় শুয়ে ভেবেছি মেসির জন্মদিন কীভাবে পালন করব! ভাবিনি কোনওদিন ওঁর সঙ্গে দেখার সুযোগ হবে। আর এবার সেই অসম্ভব স্বপ্নই বাস্তব হতে চলেছে। মেসির কলকাতা সফরের সময় তাঁর সঙ্গে শিবে পাত্রর সাক্ষাতের বন্দোবস্ত করেছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
আরও পড়ুন- মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল
শিবে পাত্রের মেয়ে নেহা জানিয়েছেন, মেসির কলকাতায় আসার খবর শুনে তিনি শতদ্রু দার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন। উনি বাবার নম্বর নিয়ে কথা বলেন এবং জানান, ডিসেম্বরে মেসির সফরের সময় দেখা করাবেন। প্রিয় নায়ককে নিজে হাতে তৈরি চা খাওয়ানোর পাশাপাশি ভাত, ডাল, পোস্ত খাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এখন তাই দিন গুনে চলেছেন মেসির অন্ধভক্ত শিবে পাত্র, কবে দেখা হবে তার ফুটবলের ঈশ্বরের সঙ্গে!





