প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে গিয়ে জিমন্যাস্টিকে সারা পৃথিবীর কাছে অনন্য নজির সৃষ্টি করেছে পিংলার প্রণতি নায়েক। নারী পুরুষ বিভেদ না করেই জিমনাস্টিকে অলিম্পিক, কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় খেলায় অংশ নিয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার করকাই এলাকার প্রণতি নায়েক।
আরও পড়ুন- আমেদাবাদে ফাটিয়ে দেবে রোহিত! উড়িয়ে দেবে অস্ট্রেলিয়াকে বলছেন ছোটবেলার কোচ
advertisement
নারী দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা কুর্নিশ জানায় সেই মেয়েকে যে অলিম্পিকে অংশ নিয়ে বাংলাকে গর্বিত করেছে। বাবা শ্রীমন্ত নায়েক সামান্য গাড়ির ড্রাইভারি করেন। মা গৃহবধূ। ছোট থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক থাকায় খেলাধুলো নিয়েই জীবনকে প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টা করেছেন পিংলার প্রণতি।
স্কুল জীবন থেকে লক্ষ্য ছিল অলিম্পিকের। আর সেই লক্ষ পূরণ করতে অলিম্পিকেও অংশ নেয় প্রণতি। পিংলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে সামান্য ডাল ভাত খেয়ে বড় হয়ে ওঠা। নিজের অদম্য সাহস জেদ ও পরিশ্রমকে সাথে করে একের পর এক আন্তর্জাতিক, জাতীয় স্তরে জিমন্যাস্টিকের অংশ গ্রহন।
আরও পড়ুন- সুযোগ পেলেই মহিলা সঞ্চালিকাকে কোলে তুলে নেন, স্বভাব বদলাচ্ছে না ড্যানি মরিসনের
অলিম্পিকে আশানুরূপ ফল হয়নি। তবে প্রণতি বদ্ধপরিকর দেশকে দশের সামনে প্রতিষ্ঠা করার ব্যাপারে। সেই আশায় বুক বাঁধছে বাবা-মা সহ মেদিনীপুরবাসী। নারী দিবসে কুর্নিশ প্রণতিকে।
Ranjan Chanda