আমেদাবাদে ফাটিয়ে দেবে রোহিত! উড়িয়ে দেবে অস্ট্রেলিয়াকে, বলছেন ছোটবেলার কোচ
- Published by:Rohan roychowdhury
Last Updated:
আমেদাবাদ: ছোটবেলা থেকে রোহিত শর্মাকে নিজের হাতে গড়ে তুলেছিলেন তিনি। নিজের বাড়িতে রেখে মানুষ করেছেন। আজও বিপদে পড়লে এবং রান করতে না পারলে তাকে ফোন করেন ভারতীয় দলের অধিনায়ক। সেই রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড নিউজ ১৮ বাংলা ডিজিটালকে বললেন আমেদাবাদ টেস্টে ব্যাট হাতে পার্থক্য তৈরি করে দেবেন রোহিত। দীনেশ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে বড় ইনিংস খেলতে চলেছেন রোহিত।
তার মনে হয়েছে ইনদওরে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছেন রোহিত। তাই ছাত্রকে তার পরামর্শ আমেদাবাদ টেস্টে একটু ধৈর্য দেখাও। রান এমনি আসবে। রোহিত টিকে থাকলেই স্কোরবোর্ডে বড় রান তুলবে ভারত।আমদাবাদের পিচ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার থেকে টেস্ট শুরু হওয়ার কথা।
আরও পড়ুন - Neymar: চোটেই শেষ নেইমার! ব্রাজিল এবং পিএসজি দুটো জার্সিতেই হয়তো বেশি দিন নয় আর
তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। ওই আধিকারিক বলেছেন, আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।
advertisement
advertisement
Team India are off to Ahmedabad for the fourth Test against Australia#INDvsAUS #AUSvsIND https://t.co/pYmTUwtMBJ
— News18 CricketNext (@cricketnext) March 6, 2023
ইনদওর টেস্টের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, তৃতীয় টেস্ট জিতলে চতুর্থ টেস্টে পেস সহায়ক উইকেট চান তাঁরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সে কথা বলেছিলেন রোহিত। কিন্তু ইনদওরে তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনও উঠতে পারেনি ভারত।
advertisement
তাই চতুর্থ টেস্টে কি পেস সহায়ক উইকেট দেখা যাবে? নাকি আগের তিন টেস্টের মতো ঘূর্ণি উইকেট হবে? এই দোটানায় হয়তো আছেন রোহিতরা। তবে পিচ যেমনই হোক, অস্ট্রেলিয়াকে হারাতে হলে আহমেদাবাদে ভারতকে যে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে সেটা মনে করিয়ে দিয়েছেন সুনীল গাভাসকার। গিলকেই রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে দেখতে চান তিনি। রাহুলের জায়গায় সুযোগ পেলে ইনদওরে সেরকম কিছু করে দেখাতে পারেনি শুভমন। তাই আমেদাবাদে তার কাছে বড় চ্যালেঞ্জ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 4:52 PM IST