Viral Video: সুযোগ পেলেই মহিলা সঞ্চালিকাকে কোলে তুলে নেন, স্বভাব বদলাচ্ছে না ড্যানি মরিসনের
- Published by:Sudip Paul
Last Updated:
Viral Video: ম্যাচ শুরু আগে শো চলা কালীন হঠাৎ মহিলা সঞ্চালককে কোলে তুলে নিলেন পুরুষ সঞ্চালক। পাকিস্তান সুপার লিগের ঘটনা মুহূর্তে ভাইরাল। আর কে ঘটালেন এমন ঘটনা জানেন। ড্যানি মরিসন। যার আগেও এমন একাধিক ঘটনা ঘটানোর নজির রয়েছে।
করাচি: ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। তা সে আইপিএল, বিগ ব্যাশ হোক আর পিএসএল। মাঠে ক্রিকেটের ২২ গজের মজা নেওয়ার পাশাপাশি অন্যান্য বিনোদনও উপভোগ করেন দর্শকরা। তবে পাকিস্তান সুপার লিগে এমন ঘটনা ঘটনা যা নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ম্যাচ শুরু আগে শো চলা কালীন হঠাৎ মহিলা সঞ্চালককে কোলে তুলে নিলেন পুরুষ সঞ্চালক। আর কে ঘটালেন এমন ঘটনা জানেন। ড্যানি মরিসন। যার আগেও এমন একাধিক ঘটনা ঘটানোর নজির রয়েছে।
ক্রিকেট ধারাভাষ্যকারদের মধ্যে যদি সবথেকে বেশি কেউ বিনোদন দিয়ে থাকেন, তিনি হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান সময়ের খ্যাতনামা ক্রিকেট ধারাভাষ্যকার ড্যানি মরিসন ক্রিকেট বিশ্বে দারুণ রসিক হিসাবে তিনি পরিচিত। কিন্তু, মাঝে মাঝে তাঁর রসিকতা মাত্রা ছাড়িয়ে যায়। এবার দেখা গেল পাকিস্তান সুপার লিগে। পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচের আগে ঘটেছে এই ঘটনা। সঞ্চালিকা এরিন হ্যাল্যান্ড ও মরিসান শো করছিলেন। হঠাৎই মরিসন কোলে তুলে নেন সঞ্চালিকা এরিনকে ও ঘোরাতে থাকেন।
advertisement
Love ya uncle @SteelyDan66 😂 @thePSLt20 pic.twitter.com/9reSq6ekdN
— Erin Holland (@erinvholland) March 5, 2023
advertisement
ধারাভাষ্যকার হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। এমনিতে তিনি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বেন কাটিংয়ের স্ত্রী। বেন কাটিং নিজেও খেলছেন পাকিস্তান সুপার লিগে। তবে ড্যানি মরিসন যে কাণ্ড ঘটিয়েছেন তাতে একটুর জন্য চমকে যান এরিন হল্যান্ড। তারপর পুরোটাই হাসি মুখে নেন। সেই মজাদার মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া নিজেই শেয়ার করেন এরিন হল্যান্ড। ক্যাপশনে লিখেছেন, ‘‘ কাকু, তোমাকে ভালবাসি।’’ তার জবাবও দিয়েছেন মরিসন। লিখেছেন, ‘‘সব সময় যে কোনও কিছুর জন্য তৈরি থেকো।’’
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। তবে এই প্রথম নয়, ড্যানি মরিসন এর আগে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। এমনকী আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে এসেও কখনও সঞ্চালিকা, কখনও চিয়ার লিডেকে কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন। এবার পিএসলেও ঘটালেন একই কাণ্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 3:47 PM IST