২০১১ সালে যুবভারতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হাজির হয়েছিলেন মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। তবে এবার ফুটবল খেলতে নয়, খুদে ফুটবলারদের সঙ্গে মিনিট পনেরো কুড়ি সময় কাটাবেন মেসি। সূত্রের খবর, মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তা অনুযায়ী ৩ দিনের সফরে ভারতে আসবেন তিনি। কলকাতায় প্রথমে আসবেন ১২ ডিসেম্বর রাত দশটা নাগাদ।
advertisement
১৩ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠান শেষ করে রাতেই পৌঁছে যাবেন আহমেদাবাদে। সেখানে এক সংস্থার কর্ণধারের সঙ্গে নিজের ফাউন্ডেশন নিয়ে বৈঠক রয়েছে। তারপরের দিন পৌঁছে যাবেন মুম্বই। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মেসিকে নিয়ে হবে অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর দিল্লিতে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মেসির।
কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক সেলিব্রেটি। মেসির সম্মানে শতদ্রু দত্তের পরিকল্পনায় রয়েছে দুটি অনুষ্ঠান। প্রথম মেসিকে গ্রেটেস্ট অফ অলটাইম হিসেবে চিহ্নিত করা হবে। দ্বিতীয় অনুষ্ঠানটি হবে GOAT কাপ। এই ম্যাচে ক্রিকেট, ফুটবল, টলিউড, বলিউডের তারকারা অংশগ্রহণ করবেন। ১৫ মিনিট করে ম্যাচ হবে। তারপর হবে টাইব্রেকার সেশন। দুই দলের হয়ে শট নেবেন মেসি। যেই দলকে ট্রফি তুলে দেবেন তিনি। মিট এন্ড গ্রিট নামের অনুষ্ঠান পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ শিল্প প্রতিষ্ঠানের হাত থেকে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে।
শেষ পর্বে গাড়ি করে গোটা ইডেনের মাঠ ঘুরবেন মেসি। এছাড়াও একটি কনসার্ট আয়োজিত হবে। একাধিক সংগীত শিল্পী সেখানে পারফর্ম করবেন। পুরো অনুষ্ঠান নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।
গোটা অনুষ্ঠান নিয়ে এখনো প্রকাশ্যে মুখ না খুললেও ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মেসির ভারত সফর অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার অপেক্ষা শুধু। জুলাই মাসে সেটাও চলে আসবে বলে খবর। তারপরই প্রচার শুরু হবে। কয়েক মাস আগেই মায়ামিতে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শতদ্রু দত্ত। তখনই ভারতের সকল প্রসঙ্গে কথা হয়। সেই সময় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির জন্য আর্জেন্টিনা জার্সিতে সই করে পাঠান মেসি। শতদ্রু দত্ত ইতিমধ্যেই সেগুলি প্রত্যেকের হাতে পৌঁছে দিয়েছেন। এবার পালা মেসির ভারত সফরের।
Eeron Roy Barman