IND vs SA: 'যেমন পিচ চেয়েছিলাম তেমনই পেয়েছি...'! ম্যাচ হেরেও ঝুঁকতে নারাজ গৌতম গম্ভীর!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa: প্রথম টেস্ট হারের পরই পরেই প্রশ্নের মুখে ইডেন গার্ডেন্সের পিচ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে পিচ নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।
advertisement
1/5

ইডেনের ঘূর্ণি পিচকে কাজে লাগিয়েই ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৩০ রানে ম্যাচ জিতে ইতিহাস তৈরি করে টেম্বা বাভুমার দল।
advertisement
2/5
প্রথম টেস্ট হারের পরই পরেই প্রশ্নের মুখে ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনে শুরু থেকেই স্পিন সহায়ক উইকেট চেয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সে কারণে শেষ ৪ দিন উইকেটে জল দেওয়া হয়নি বলে জানিয়েছেব সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/5
ম্যাচ হারলেও পিচ নিয়ে কোনও কথা শুনতে রাজি নন ভারতীয় কোচ। ঠিক যেমন পিচ চেয়েছিলেন তেমনই পেয়েছেন। পিচে কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন গম্ভীর। একইসঙ্গে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়েরও সুনাম শোনা গেল গম্ভীরের কথায়।
advertisement
4/5
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীর ইডেনের পিচ প্রসঙ্গে বলেন,"আমরা ঠিক এই ধরণের পিচই চেয়েছিলাম এবং তাই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সহায়ক ছিলেন। আমি মনে করি না এটি কঠিন উইকেট।"
advertisement
5/5
এছাড়াও গৌতম গম্ভীর বলেন,"এটা এমন একটি উইকেট যা আপনার মানসিক দৃঢ়তা যাচাই করে, কারণ যারা ভালো ডিফেন্স নিয়ে খেলেছে তারাই রান করেছে,” গণমাধ্যমকে বলেছেন গম্ভীর, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে।"