বাঁকুড়া ক্রিস্টিয়ান কলিজিয়েট স্কুলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল। যার আয়োজনের সর্বাগ্রে রয়েছে পড়ুয়ারা। কেউ করে এনেছে কোল্ড কফি, আবার কেউ বানিয়েছে ঠেকুয়া। কেউ আবার চিকেন ফুচকা, কেউ কেউ করে এনেছে চাউমিন। ভাববেন না যে বিনা পয়সায়! রীতিমত খেলার ছলে ফুড বিসনেস চালানোর একটা ছোট্ট অভিজ্ঞতা পাচ্ছে ছাত্ররা।
advertisement
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, বর্তমান যুগে খুদে ছাত্র ছাত্রীদের ওপর সব বিষয় মিলিয়ে বিরাট চাপ। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের উদ্যোগে এমন কিছু করার পরিকল্পনা করা হয়েছে, যাতে ছাত্ররা একটু আনন্দ পায়। সেই কারণেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। যা সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। অভিভাবক থেকে শুরু করে সকলে আনন্দ করে খাবার খেয়েছেন এদিন। কেউ লাভ করেছে ১০০ টাকা, আবার কেউ করেছে ১৪০ টাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানেClick করুন
বিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছিল বাড়ির খাবার নিয়ে আসার জন্য। ফাস্টফুডের বিজ্ঞাপন নয়, তবে বাড়ির খাবারকে সুস্বাদু করে পরিবেশন করার এক পরিকল্পনার বাস্তবায়ন এই অনুষ্ঠান। বাঁকুড়া শহরের বুকে এক বিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যাল রীতিমত নজর কেড়েছে। পরপর দুই বছর সেই কাজ করে দেখাল খুদে ছাত্ররা।





