TRENDING:

School Food Festival : স্কুল নয় যেন ছোট্ট ফুড মার্কেট, পড়ুয়ারা হাতেকলমে শিখল বিজনেস পলিসি! চিকেন ফুচকায় লাভ ১৪০ টাকা

Last Updated:

School Food Festival : বাঁকুড়ার স্কুলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন। চিকেন ফুচকা বানিয়ে লাভ ১৪০ টাকা লাভ করল এক স্কুল পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : চিকেন ফুচকা বানিয়ে অষ্টম শ্রেনীর ছাত্র লাভ করেছে ১৪০ টাকা। ভাবা যায়? এসব আগে দেখা যেত বিদেশি স্কুলগুলিতে। বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে স্কুলেই, আবার রান্না করেছে স্কুলের ছোট ছোট ছেলেরা। এটা একটা ফুড ফেস্টিভ্যাল। ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত করতে এক দুর্দান্ত উদ্যোগ বিদ্যালয়ের।
advertisement

বাঁকুড়া ক্রিস্টিয়ান কলিজিয়েট স্কুলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল। যার আয়োজনের সর্বাগ্রে রয়েছে পড়ুয়ারা। কেউ করে এনেছে কোল্ড কফি, আবার কেউ বানিয়েছে ঠেকুয়া। কেউ আবার চিকেন ফুচকা, কেউ কেউ করে এনেছে চাউমিন। ভাববেন না যে বিনা পয়সায়! রীতিমত খেলার ছলে ফুড বিসনেস চালানোর একটা ছোট্ট অভিজ্ঞতা পাচ্ছে ছাত্ররা।

আরও পড়ুন : দু’দিনের জমাটি মিনি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা সহ কত কী! ম্যাচ দেখতে হাওড়ায় জনসমুদ্র

advertisement

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, বর্তমান যুগে খুদে ছাত্র ছাত্রীদের ওপর সব বিষয় মিলিয়ে বিরাট চাপ। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের উদ্যোগে এমন কিছু করার পরিকল্পনা করা হয়েছে, যাতে ছাত্ররা একটু আনন্দ পায়। সেই কারণেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। যা সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। অভিভাবক থেকে শুরু করে সকলে আনন্দ করে খাবার খেয়েছেন এদিন। কেউ লাভ করেছে ১০০ টাকা, আবার কেউ করেছে ১৪০ টাকা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানেClick করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভাসুন ভক্তিসাগরে, উইকএন্ডে নবদ্বীপ ট্যুরে গেলে মিস করবেন না নিত্যানন্দ প্রভুর ধাম
আরও দেখুন

বিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছিল বাড়ির খাবার নিয়ে আসার জন্য। ফাস্টফুডের বিজ্ঞাপন নয়, তবে বাড়ির খাবারকে সুস্বাদু করে পরিবেশন করার এক পরিকল্পনার বাস্তবায়ন এই অনুষ্ঠান। বাঁকুড়া শহরের বুকে এক বিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যাল রীতিমত নজর কেড়েছে। পরপর দুই বছর সেই কাজ করে দেখাল খুদে ছাত্ররা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Food Festival : স্কুল নয় যেন ছোট্ট ফুড মার্কেট, পড়ুয়ারা হাতেকলমে শিখল বিজনেস পলিসি! চিকেন ফুচকায় লাভ ১৪০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল