কলকাতা: ইডেনে টেস্ট চলাকালীন মাঠেই জুয়ার আসর। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলাকালীন ইডেনের এফ ওয়ান ব্লকে বেটিং চক্রের আসর বসে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়েই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অভিযানে গ্রেফতার ভিন রাজ্যের তিন বাসিন্দা।
advertisement
পুলিশ সূত্রে খবর, গতকাল, অর্থাৎ শনিবার দুপুরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন স্টেডিয়ামের ভেতরে বসে মোবাইলে ক্রিকেট বেটিং র্যাকেট চালাচ্ছিলেন কয়েকজন যুবক। গোপন সূত্রে এই ঘটনার খবর পাওয়ার পরেই ইডেনে ঘটনাস্থলে অভিযান চালায় কলকাতা পুলিশের বিশেষ দল স্টেডিয়ামের এফ ওয়ান ব্লকে তল্লাশি চালিয়ে কয়েক জনকে আটক করে।
অভিযুক্তদের মোবাইল খতিয়ে দেখে এবং জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন এর দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট ম্যাচ চলাকালীন সশরীরে পৌঁছে গিয়ে ব্যাটিং চক্র চালায় ওই ব্যক্তিরা। তাদের জিজ্ঞাসাবাদ করেও মোবাইল থেকে বেশ কিছু লেনেদের তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে যে সব অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হত সেই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। জুয়া বা এই ধরনের অপরাধের বিষয়ে কড়া হাতে দমন করতে চায় পুলিশ, সেই জন্যই কড়া ব্যবস্থা নিতে চাইছে পুলিশ।
