অক্ষর প্যাটেলকে রিটেন করেছেন দিল্লি। ১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে রাজধানীর দল। এই দুই ভারতীয় তারকার মধ্যেই কেউ একজন দিল্লির অধিনায়ক হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু আইএনএস-এর রিপোর্ট অনুয়ায়ী দিল্লির অধিনায়ক হওয়ার প্রস্তাবপ্রত্যাখান করেছেন কেএল রাহুল।
সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস হবে কেএল রাহুলের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী কেএল রাহল শুধু একজন খেলোয়াড় হিসেবে অবদান রাখতে পছন্দ করবেন। কেএল রাহুল রাজি না হওয়ায় অক্ষর প্যাটেলের দিল্লির অধিনায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা বলে করা হচ্ছে। অক্ষর কখনও আইপিএলে অধিনায়কত্ব করেননি। নতুন দায়িত্ব পেলে কেমন পারফর্ম করেন তিনি সেটাই দেখার।
advertisement
আরও পড়ুনঃ AC-তে এই ৫ সঙ্কেত দেখলে এখনই সাবধান হোন! তা নাহলে হতে পারে ব্লাস্ট, লাগতে পারে আগুন!
প্রসঙ্গত, গতবার পর্যন্ত লখন সুপার জায়ান্টসে খেলেছিলেন কেএল রাহুল। তিন মরশুম সেখানে অধিনায়কত্ব করেছেন রাহুল। কিন্তু গত বছর মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বিবাদের জেরে সম্পর্ক তিক্ত হয় কেএল রাহুলের। সেই কারণেই শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। এবার নতুন দলের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রাহুল।