AC-তে এই ৫ সঙ্কেত দেখলে এখনই সাবধান হোন! তা নাহলে হতে পারে ব্লাস্ট, লাগতে পারে আগুন!

Last Updated:
Beware of these 5 signs of an air conditioner otherwise it may blast or catch fire: এয়ার কন্ডিশনারে কোনওরকম সমস্যা হলে মেশিন সঙ্কেত দেয়। সেই সংকেত শুনে বা বুঝে ব্যবস্থা নিতে পারলে বিপদ এড়ানো সম্ভব। তা নাহলে ব্লাস্ট থেকে আগুন যে কোনও ধরনের বিপদ ঘটতে পারে।
1/7
শীত সেভাবে না পড়ায় এবার গরম অনেক আগেই পড়েছে। আর গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে এসি-র ব্যবহার। কিন্তু শীতে দীর্ঘ দিন এসি বন্ধ থাকার চালালে কয়েকটি জিনিসের উপর নজর রাখতে হবে। তা নাহলে ব্লাস্ট থেকে আগুন যে কোনও ধরনের বিপদ ঘটতে পারে।
শীত সেভাবে না পড়ায় এবার গরম অনেক আগেই পড়েছে। আর গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে এসি-র ব্যবহার। কিন্তু শীতে দীর্ঘ দিন এসি বন্ধ থাকার চালালে কয়েকটি জিনিসের উপর নজর রাখতে হবে। তা নাহলে ব্লাস্ট থেকে আগুন যে কোনও ধরনের বিপদ ঘটতে পারে।
advertisement
2/7
তবে এয়ার কন্ডিশনারে কোনওরকম সমস্যা হলে মেশিন সঙ্কেত দেয়। সেই সংকেত শুনে বা বুঝে ব্যবস্থা নিতে পারলে বিপদ এড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এসির বিপদ সঙ্কেতগুলি কী কী।
তবে এয়ার কন্ডিশনারে কোনওরকম সমস্যা হলে মেশিন সঙ্কেত দেয়। সেই সংকেত শুনে বা বুঝে ব্যবস্থা নিতে পারলে বিপদ এড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এসির বিপদ সঙ্কেতগুলি কী কী।
advertisement
3/7
এসিতে যদি ভয়ঙ্কর ঘড়ঘড়ে শব্দ হতে থাকে তাহলে বুঝতে হবে এসির কোনও সমস্যা হয়েছে এবং দ্রুত সার্ভিসিং প্রয়োজন। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে মেকানিক ডাকুন।
এসিতে যদি ভয়ঙ্কর ঘড়ঘড়ে শব্দ হতে থাকে তাহলে বুঝতে হবে এসির কোনও সমস্যা হয়েছে এবং দ্রুত সার্ভিসিং প্রয়োজন। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে মেকানিক ডাকুন।
advertisement
4/7
এসি চালানো অবস্থায় হঠাৎ যদি কোনও পোড়া পোড়া গন্ধ আসে তা ভয়ঙ্কর বিপদের সঙ্কেত। এটি তারের বা ইনসুলেশনে আগুন লাগার সঙ্কেত হতে পারে। তাই এমন গন্ধ পেলে তড়িঘড়ি এসি বন্ধ করে প্লাগ পয়েন্ট থেকে খুলে দিন ও মেকানিককে ডাকুন।
এসি চালানো অবস্থায় হঠাৎ যদি কোনও পোড়া পোড়া গন্ধ আসে তা ভয়ঙ্কর বিপদের সঙ্কেত। এটি তারের বা ইনসুলেশনে আগুন লাগার সঙ্কেত হতে পারে। তাই এমন গন্ধ পেলে তড়িঘড়ি এসি বন্ধ করে প্লাগ পয়েন্ট থেকে খুলে দিন ও মেকানিককে ডাকুন।
advertisement
5/7
যদি আপনার এসি বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং আবার নিজে থেকে পুনরায় চালু হয়, তবে এটি ওভারলোডিং বা বৈদ্যুতিক সমস্যা হতে পারে। এমন সমস্যা হলে এসি বন্ধ করে দিন ও মেকানিককে ডাকুন।
যদি আপনার এসি বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং আবার নিজে থেকে পুনরায় চালু হয়, তবে এটি ওভারলোডিং বা বৈদ্যুতিক সমস্যা হতে পারে। এমন সমস্যা হলে এসি বন্ধ করে দিন ও মেকানিককে ডাকুন।
advertisement
6/7
যদি আপনার এসি থেকে  ক্রমাগত জল বের হয় তবে এটি ড্রেনেজ পাইপে ব্লকেজ বা অন্য কোনও অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত। এক্ষেত্রেও সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন। একজন মেকানিক ডেকে এসির লিক সমস্যাটি ঠিক করান।
যদি আপনার এসি থেকে ক্রমাগত জল বের হয় তবে এটি ড্রেনেজ পাইপে ব্লকেজ বা অন্য কোনও অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত। এক্ষেত্রেও সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন। একজন মেকানিক ডেকে এসির লিক সমস্যাটি ঠিক করান।
advertisement
7/7
এসির আউটডোর বা ইনডোর ইউনিট থেকে যদি অতিরিক্ত তাপ বের হয়, তবে এসি বন্ধ করে দি এবং এসি ঠান্ডা হতে দিন। তা নাহলে বড় বিপদ হতে পারে। একইসঙ্গে মেকানিককে খবর দিন।
এসির আউটডোর বা ইনডোর ইউনিট থেকে যদি অতিরিক্ত তাপ বের হয়, তবে এসি বন্ধ করে দি এবং এসি ঠান্ডা হতে দিন। তা নাহলে বড় বিপদ হতে পারে। একইসঙ্গে মেকানিককে খবর দিন।
advertisement
advertisement
advertisement