প্লেঅফের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছিল কেকেআরের। কেকেআরের যা রানরেট তাতে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও কার্যত নিশ্চিত ছিল। তবে সরকারিভাবে প্রথম দুইয়ে থাকার জন্য দরকার ছিল আর একটা পয়েন্ট।। আর বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় না খেলেই ১ পয়েন্ট পেল কেকেআর। ১৯ পয়েন্ট হওয়ায় কেকেআরের প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া নিশ্চিত হয়ে গেল। কারণ রাজস্থান রয়্যালস ছাড়া পয়েন্ট টেবিলে কোনও দলেক কেকেআরকে ধরার মত অবস্থা নেই।
advertisement
অপরদিকে, এবারের আইপিএলের তৃতী দল হিসেনে বিদায় ঘণ্টা বেজে গেল শুভমান গিল, রাশিদ খানদের দলের। কারণ এদিন ম্যাচ ভেস্তে যাওয়ায় গুজরাত টাইটান্সের পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ১১। শেষ ম্যাচ জিতলেও শুভমান গিলের পয়েন্ট হবে ১৩। ১৪ পয়েন্ট করতে পারলেই একমাত্র প্লেঅফে ওঠার অঙ্কে টিকে থাকত গুজরাত। তবে বৃষ্টি সব শেষ করে দিল।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর
প্রসঙ্গত, এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লেঅফের টিকিট পাকা করেছিল কেকেআর। এবার প্রথম দল হিসেবে প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করল নাইটরা। অপরদিকে, এবার আইপিএলে এর আগে বিদায় নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস। সেই তালিকায় নাম লেখাল গুজরাত টাইটান্সও।