কেউ জিততে আসে, কেউ শিখতে, আর কেউ এসে ইতিহাস গড়ে যায়। জলপাইগুড়ির ৭১ বছর বয়সী সুদীপ বাবু সেই ইতিহাসেরই এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন। সম্প্রতি সাউথ এশিয়া মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি একাধিক পদক জয় করে প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনও বয়সই সাফল্যের পথে বাধা হতে পারে না।
আরও পড়ুন: বাবার সঙ্গে ঘনিষ্ঠতা যুবতীর! সহ্য করতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটাল ছেলে, দেখুন ভিডিও
advertisement
জলপাইগুড়ি নিবাসী সুদীপ বাবুর ঝুলিতে সোনা, রুপা এবং অন্যান্য সম্মানজনক পুরস্কার এসেছে, কিন্তু তার আসল অর্জন মানুষের হৃদয়ে গাঁথা এক অনুপ্রেরণার গল্প। তিনি হাই জাম্প, লং জাম্প, হেডেন্স এবং রিলে দৌড়ের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রবীণ বয়সেও দেহ আর মনের শক্তি ঠিক রাখলে সবকিছু সম্ভব।
আরও পড়ুন: সোনার খনিতে নরমাংস ভক্ষণ! প্রাণ বাঁচাতে শ্রমিকদের যা যা করতে হয়েছিল জানলে শিউরে উঠবেন
সুদীপবাবুর এই জার্নি কেবল একটি খেলার কাহিনি নয়, এটি প্রতিটি মানুষের জন্য এক জীবন-শিক্ষা। হয়তো আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৭০— কিন্তু তাতে কী আসে যায়? যদি সুদীপ বাবুর মতো আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, তা হলে জীবন আপনাকে দেখাবে এক নতুন পথ! এই অসামান্য ক্রীড়াবিদের জয়ের গল্প শুধু জলপাইগুড়ির নয়, এটি সকলের।





