TRENDING:

Harbhajan Singh : দেশভক্তির কথা শুধু মুখে আর সোশ্যাল মিডিয়ায়! পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হ্যান্ডশেক ভাজ্জির, দেশজুড়ে বিরাট বিতর্ক

Last Updated:

Harbhajan Singh : কিছুদিন আগেও দেশপ্রেমের কথা বলতেন ভাজ্জি, আর এখন সেই তিনি নিজেই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলালেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : খুব পুরনো ঘটনা নয়, কিছুদিন আগেও হরভজন সিং পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বয়কটের পক্ষে থাকতেন। তিনি BCCI-কে পরামর্শ দিতেন, এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করা উচিত। দেশপ্রেমের কথা বলতেন ভাজ্জি, আর এখন সেই তিনি নিজেই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলালেন!
News18
News18
advertisement

আবুধাবি টি-১০ লিগের একটি ম্যাচের ঘটনা। এস্পিন স্ট্যালিয়ান্সের অধিনায়কত্ব করছেন হরভজন সিং। খেলার পর পাকিস্তানি বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে হ্যান্ডশেক করেছেন। ভাজ্জি ১৯ নভেম্বর জাইদ ক্রিকেট স্টেডিয়ামে নর্দান ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের পরে দাহানির সঙ্গে হাত মেলান।

এপ্রিল ২০২৫-এ পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা রয়েছে। তখন থেকে ভারতীয় ক্রিকেট দল (পুরুষ ও মহিলা) পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলেছে। এর আগে ২০২৫ সালে হরভজন সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুরেশ রায়না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি। তাঁরা জাতীয় অনুভূতির কথা উল্লেখ করে বলেছিলেন, উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে ‘রক্ত এবং ঘাম একসাথে থাকতে পারে না। ভারতের টুর্নামেন্ট ত্যাগ করার পর পাকিস্তান ফাইনালে পৌঁছে গিয়েছিল।

advertisement

হাত মেলানো এড়ানোর প্রথা শুরু হয়েছিল এশিয়া কাপ চলাকালীন, সূর্যকুমার যাদবের ভারতীয় দল সলমান আগার নেতৃত্বাধীন পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলায়নি। সেই প্রথা মহিলা বিশ্বকাপেও চলতে থাকে। ফলে হরমনপ্রীত কউর ও ফাতিমা সানা কলম্বোতে একে অপরকে উপেক্ষা করেছিলেন। এখন দোহায় চলমান রাইজিং স্টারস এশিয়া কাপ ম্যাচের সময়ও একই দৃশ্য দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন- আরেকটি টেস্ট হারলেই কি সরিয়ে দিতে হবে গম্ভীরকে? বড় প্রতিক্রিয়া সৌরভের

সেরা ভিডিও

আরও দেখুন
ভুতনিতে DYFI-এর উদ্যোগে চালু হল বিনামূল্যে পাঠশালা, বন্যা দুর্গতদের পাশে বামফ্রন্ট
আরও দেখুন

ভাজ্জির নেতৃত্বাধীন এস্পিন স্ট্যালিয়ান্সকে ম্যাচে চার রানে হারতে হয়। শাহনওয়াজ দাহানি ওয়ারিয়র্সের জন্য অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। মাত্র ১০ রান খরচ করে দুটি উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা হন।

বাংলা খবর/ খবর/খেলা/
Harbhajan Singh : দেশভক্তির কথা শুধু মুখে আর সোশ্যাল মিডিয়ায়! পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হ্যান্ডশেক ভাজ্জির, দেশজুড়ে বিরাট বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল