মঙ্গলবার ঢাকায় সুনীলহীন ভারতীয় দল ০-১ গোলে হার হজম করে। আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছিল ভারতীয় দল। প্রথম ১০ মিনিট বাংলাদেশের অর্ধেই বল ছিল বেশি। তবে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেননি রাহিম আলিরা। এর মধ্যেই প্রতি আক্রমণে উঠে ১১ মিনিটে গোল করে বাংলাদেশ।
advertisement
গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা র্যাঙ্ক। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম স্থানে ছিল বাংলাদেশ। যদিও পরে তা কমতে কমতে সে বছরই র্যাঙ্কিং ১৮৮–তে নেমে যায়। হাভিয়ের কাবরেরার দল এখন তিন ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১। বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ৬ ধাপ। ভারতের অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 3:24 PM IST
