Bangladesh FIFA Ranking: ভারতকে হারানোর পর ফিফা র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি ! তিন ধাপ এগলো বাংলাদেশ

Last Updated:

২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। ভারতকে হারানোর পরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি বাংলাদেশের।

News18
News18
ঢাকা: মুখরক্ষার ম্যাচেও হার ভারতের। এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর। তাতেও ০-১ ব্যবধানে হেরে গেলেন সন্দেশ জিঙ্ঘনেরা। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতকে হারানোর পরেই ফিফা র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি বাংলাদেশের। বুধবার রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্ক তালিকায় তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে।
মঙ্গলবার ঢাকায় সুনীলহীন ভারতীয় দল ০-১ গোলে হার হজম করে। আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছিল ভারতীয় দল। প্রথম ১০ মিনিট বাংলাদেশের অর্ধেই বল ছিল বেশি। তবে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেননি রাহিম আলিরা। এর মধ্যেই প্রতি আক্রমণে উঠে ১১ মিনিটে গোল করে বাংলাদেশ।
advertisement
advertisement
‎‎গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা র‍্যাঙ্ক। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম স্থানে ছিল বাংলাদেশ। যদিও পরে তা কমতে কমতে সে বছরই র‍্যাঙ্কিং ১৮৮–তে নেমে যায়। হাভিয়ের কাবরেরার দল এখন তিন ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১।‎ ‎বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ৬ ধাপ। ভারতের অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh FIFA Ranking: ভারতকে হারানোর পর ফিফা র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি ! তিন ধাপ এগলো বাংলাদেশ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement