ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এলএসজির হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন মিচেল মার্শ ও এইডেন মার্করাম। বিধ্বংসী মেজাজে ব্য়াটিং করে ১০ ওভারের মধ্যেই ১০০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন। ১১৫ রানে প্রথম উইকেট পড়ে এলএসজির।৩৯ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন মার্শ। প্রথম ডাউন নেমে নিরাশ করেন ঋষভ পন্থ। মাত্র ৭ রান করে আউট হন তিনি।
advertisement
আরও পড়ুনঃ ‘পুরোপুরি মিথ্যা ও কাল্পনিক’! এশিয়া কাপে সত্যিই খেলবে না ভারত? মুখ খুললেন বিসিসিআই কর্তা
এরপর মার্করামের সঙ্গ ইনিংস এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান। ১৫৯ রানে তৃতীয় উইকেট পড়ে লখনউ সুপার জায়ান্টসের। ৩৮ বলে ৬১ রান করে আউট হন মার্করাম। এরপর একদিক থেকে উইকেট পড়লেও কার্যত একাই দলকে টানেন নিকোলাস পুরান। ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের স্কোর ২০০-র দোরগোড়ায় পৌছে দেন তিনি। মার্শ, মার্করাম, পূরান ছাড়া কোনো এলএসজি ব্যাটার জোড়া সংখ্যায় রান করতে পারননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে লখনউ।