'পুরোপুরি মিথ্যা ও কাল্পনিক'! এশিয়া কাপে সত্যিই খেলবে না ভারত? মুখ খুললেন বিসিসিআই কর্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Vs Pakistan: সোমবার সকাল থেকেই একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে অংশ নেবে না। এবার এই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই কর্তা।
ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব এবার পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। সোমবার সকাল থেকেই একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপে অংশ নেবে না। এমনকি আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মহিলা দল এমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ থেকেও ভারত নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বলে কিছু সংবাদমাধ্যম দাবি করে।
এই খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দেয় চরম বিভ্রান্তি। পরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সরাসরি এ বিষয়ে মুখ খুলে বিষয়টির সত্যতা নাকচ করে দেন। দেবজিৎ সাইকিয়া এসব খবরকে “পুরোপুরি মিথ্যা ও কাল্পনিক” বলে মন্তব্য করেছেন। তিনি জানান,সাইকিয়া জানান, “আমরা আজ সকাল থেকে কয়েকটি প্রতিবেদনে দেখছি, যেখানে বলা হয়েছে বিসিসিআই এশিয়া কাপ ও মহিলা দল এমার্জিং এশিয়া কাপে অংশ নিচ্ছে না। এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক। বিসিসিআই এখন পর্যন্ত এসিসি আয়োজিত কোনও ইভেন্ট নিয়ে আলোচনা করেনি বা সিদ্ধান্ত নেয়নি।”
advertisement
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান ফোকাস হচ্ছে চলমান আইপিএল এবং ইংল্যান্ড সফর। পুরুষ ও মহিলা উভয় দলের প্রস্তুতি নিয়েই আমরা ব্যস্ত। এসিসি ইভেন্ট নিয়ে উপযুক্ত সময়ে বোর্ড আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।” তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এই বিষয়টি নিয়েও আপত্তি তুলেছে ভারতীয় বোর্ড।
advertisement
advertisement
অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে দাবি, পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বর্তমানে এসিসি-র চেয়ারম্যান হওয়ায় ভারত এমন কোনও টুর্নামেন্টে অংশ নিতে চায় না, যেখানে পাকিস্তানি নেতৃত্ব রয়েছে। তবে বিসিসিআই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসিসিকে কিছু জানায়নি বলেই দাবি করেছেন সাইকিয়া। এই বিষয়ে বিসিসিআই ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত সিদ্ধান্তে কী জানায় বিসিসিআই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 8:41 PM IST