TRENDING:

Virat Gambhir Fight: যুদ্ধ ভুলে কোহলি-গম্ভীর বাড়াবেন বন্ধুত্বের হাত! এমন কী সম্ভব? দায়িত্ব নিতে রাজি একজন

Last Updated:

Virat Gambhir Fight: কত দিন এইভাবেই একে অপরের শত্রু হয়ে থাকবেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর? তাদের সমস্যার কী কোনও দিন সমাধান হবে না? প্রয়োজনে এই কঠিন বিষয়টি কার্যকর করার দিয়িত্ব নিতে রাজি এক প্রাক্তন ক্রিকেটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: ২০১৩ সালে কেকেআর বনাম আরসিবি ম্যাচ থেকে শুরু হয়েছিল বিরাট কোহলি গৌতম গম্ভীরের 'শত্রুতা'। এক দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে। মাঝেও একাধিকবার একে অপরের বিষয়ে বিতর্কে জড়িয়েছেন কোহলি-গম্ভীর। কিন্তু সোমবার লখনউতে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে যা ঘটিয়েছেন কোহলি-গম্ভীর তা নজিরবিহিন। একে অপরের দিকে তেড়ে যাওয়া, উত্তপ্ত বাক্য বিনিময়, আঙুল তুলে কথা, বাদ যায়নি কোনও কিছুই। কিন্তু কত দিন এইভাবেই একে অপরের শত্রু হয়ে থাকবেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর? তাদের সমস্যার কী কোনও দিন সমাধান হবে না? প্রয়োজনে এই কঠিন বিষয়টি কার্যকর করার দিয়িত্ব নিতে রাজি এক প্রাক্তন ক্রিকেটার।
advertisement

আইপিএলের ম্যাচ চলাকীলন সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচের বিশ্লেষণের জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। যিনি বিরাট কোহলিরও খুব কাছের বলেই পরিচিত। টিম ইন্ডিয়ার কোচ থাকাকালীন কোহলি-শাস্ত্রী সু-সম্পর্কের কথা সকলেরই জানা। এবার রবি শাস্ত্রী মুখ খুললেন কোহলি ও গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে। রবি শাস্ত্রীর ভাবনা,"কোহলি ও গম্ভীরের মধ্যে ঝামেলা মেটাতে কাওকে দায়িত্ব নেওয়া উচিৎ। প্রয়োজনে বিসিসিআইকে এগিয়ে এসে এই সমস্যার সমাধান করা উচিৎ।" দরকার হলে তিনি নিজে কোহলি-গম্ভীরের সঙ্গে কথা বলতে রাজি বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। এই বিষয়টা আর কোনওভাবেই বাড়তে দেওয়া যায় না বলেই মত প্রাক্তন ভারতীয় কোচের।

advertisement

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে রবি শাস্ত্রী বলেছেন,"যেই এগিয়ে আসুক, তাড়াতাড়ি আসতে হবে। নইলে এই সমস্যা বাড়তেই থাকবে। নইলে এই সমস্যা বাড়তেই থাকবে। পরের বার আবার যখন দু’জনের দেখা হবে তখন আবার বিবাদ হবে। সেটা আরও বাড়বে। যদি আমি ওদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে পারি, তা হলে সেটাই করব।" গম্ভীর ও কোহলি দুজনেই খুদে ও তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শ। তাই একে অপরের এই ঝামেলা দ্রুত মিটিয়ে নেওয়া উচিৎ বলেই মনে করে শাস্ত্রী।

advertisement

আরও পড়ুনঃ পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর 'লড়াই'-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য

আরও পড়ুনঃ Lionel Messi Suspended: মেসিকে চরম শাস্তি দিল পিএসজি, তাহলে কী ফরাসী ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক শেষ!

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। এখন দেখার সব বিদা ভুলে কোহলি ও গম্ভীর সত্যিই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কিনা। কারণ দিনের শেষে 'ক্রিকেট জেন্টালম্যানস গেম'।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Gambhir Fight: যুদ্ধ ভুলে কোহলি-গম্ভীর বাড়াবেন বন্ধুত্বের হাত! এমন কী সম্ভব? দায়িত্ব নিতে রাজি একজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল