TRENDING:

জামনগরে 'বনতারা' সফরে অচেনা মেসি... কখনও ঈশ্বর আরাধনায় মগ্ন, কখনও হাতির সঙ্গে ফুটবল খেললেন LM10

Last Updated:

মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। হাতির সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে এলএম ১০কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগরে 'বনতারা' সফরে অচেনা মেসি... কখনও ঈশ্বর আরাধনা, কখনও হাতির সঙ্গে ফুটবল খেললেন LM10
জামনগরে 'বনতারা' সফরে অচেনা মেসি... কখনও ঈশ্বর আরাধনা, কখনও হাতির সঙ্গে ফুটবল খেললেন LM10
advertisement

মেসি এবং সতীর্থরা সস্ত্রীক অনন্ত আম্বানির সঙ্গে মন্দিরের ‘মহা আরতি’-তে অংশ নেন, অম্বেমাতা, শ্রীগণেশ, শ্রীহনুমান এবং ভগবান শিবের আশীর্বাদ যাচনা করেন, বিশ্ব শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। ব্যস্ততা সত্ত্বেও মেসির বনতারা সফর অনন্ত আম্বানির সঙ্গে তাঁর উষ্ণ বন্ধন এবং বন্ধুত্বকে তুলে ধরেছে, বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতিই এই সম্পর্কের ভিত।

advertisement

আরও পড়ুন: ফের বিঘ্ন! রেকে যান্ত্রিক সমস্যা, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা…

কোনও ভিডিওয় দেখা যাচ্ছে মেসি ধ্যানস্থ। ধ্যানে মগ্ন তাঁর দুই সতীর্থও। কিছু ছবি ও ভিডিওয় দেখা গিয়েছে, মন্দিরের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন মেসি।

বাঘ, সিংহ, জিরাফের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মেসিকে। অবলা প্রাণীগুলো যেন যারপরনাই মুগ্ধ করেছে ফুটবল তারকাকে। তিনি সিংহ, চিতাবাঘ এবং বাঘ সহ শ্বাপদদের সঙ্গে ছবিও তোলেন, এক সুসমৃদ্ধ, প্রাকৃতিক পরিবেশে তাদের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেন। মেসির বনতারা সফরের একটি আন্তরিক এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে অনন্ত আম্বানি এবং তাঁর স্ত্রী রাধিকা আম্বানি একটি সিংহ শাবকের নামকরণ করেন ‘লিওনেল’!

advertisement

মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। হাতির সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে এলএম ১০কে।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল, যাঁরা সকলেই ঐতিহ্যবাহী হিন্দু আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁদের জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানানো হয়েছিল, প্রাণবন্ত লোকসঙ্গীতের সুর আর পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনার পর তাঁদের জন্য অপেক্ষা করছিল আরতির আয়োজন।

বাংলা খবর/ খবর/খেলা/
জামনগরে 'বনতারা' সফরে অচেনা মেসি... কখনও ঈশ্বর আরাধনায় মগ্ন, কখনও হাতির সঙ্গে ফুটবল খেললেন LM10
Open in App
হোম
খবর
ফটো
লোকাল