ম্যাচের শেষের দিকে একটু অসুবিধা হলেও কেএল রাহুল এবং হর্ষিত রানার অনবদ্য ব্যাটিং জয়ের পথ সহজ করে দেয়। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন কেএল রাহুল।
প্রসঙ্গত, এইদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের উপর চাপ বজায় রেখেছিল নিউজিল্যান্ড। একের পর এক বাউন্ডারি আর ছক্কার উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০০ রান করে ফেলে নিউজিল্যান্ড। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভদোদরার এই পিচে ৩০০ রান সহজ নয়।
advertisement
এই দিন ম্যাচের শুরুতেই নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে (৬৯ বলে ৬২) এবং হেনরি নিকোলাস (৬৭ বলে ৫৬) রান করে প্রথম উইকেটেই ১১৭ রান যোগ করেন।
চার নম্বরে নেমে ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। একদম শেষের দিকে নেমে ক্রিস্টান ক্লার্ক ১৭ বলে ২৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। যদিও বাকিরা ২০ রানের বেশি কেউই করতে পারেননি।
অন্যদিকে ভারতের হয়ে মোট ২টি করে উইকেট নিয়েছেন ভারতের তিন পেসার- সিরাজ, হর্ষিত, এবং প্রসিদ্ধ। এছাড়াও কুলদীপ যাদব পেয়েছেন একটি উইকেট।
