TRENDING:

ম্যাচ শেষের পার্টিতে মহিলার সঙ্গে যা করলেন দিল্লির ক্রিকেটার, ফতোয়া জারি করল সৌরভের দল

Last Updated:

অভিযোগ ম্যাচ শেষের পর পার্টিতে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন দিল্লির এক ক্রিকেটার। যেই ঘটনা সামনে আসার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি অনেকটাউ নষ্ট হয়। ড্যামেজ কন্ট্রোল করতে এবার দলের ক্রিকেটারদের জন্য আচরণবিধি জারি করল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: প্রথম ৫টি ম্যাচ হেরে এমনিতেই দলের পারফরম্যান্স নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। শেষ দুটি ম্যাচ জেতার পর কিছুটা হলও স্বস্তি ফিরেছিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। কিন্তু এরই মধ্যে নতুন বিতর্কে নাম জড়িয়েছে দিল্লি ক্যাপিটালসের। অভিযোগ ম্যাচ শেষের পর পার্টিতে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন দিল্লির এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর পার্টিতে। যেই ঘটনা সামনে আসার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি অনেকটাউ নষ্ট হয়। ড্যামেজ কন্ট্রোল করতে এবার দলের ক্রিকেটারদের জন্য আচরণবিধি জারি করল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট।
advertisement

দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে এবার থেকে আর রাত ১০টার পর নিজেক ঘরে বাইরের কাউকে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। দেখা করতে হলে রেস্তোরাঁ অথবা কফি শপে করতে হবে। তাও দলকে জানাতে হবে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে ক্রিকেটাররা। এছাড়াও অন্যান্য সময়ও যদি দলের ক্রিকটাররা হোটেলের রুমে কাউকে নিয়ে যেতে চায় তাহলে আগেভাগেই ওই ব্যক্তির সচিত্র পরিচয়পত্র টিম ম্যানেজমেন্টের কাছে জমা দিতে হবে। এই নিয়মের বাইরে কোনও ক্রিকেটার যেতে পারবে না বলেও জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।

advertisement

আরও পড়ুনঃ KKR vs RCB: আরসিবির সংসারে অশান্তি? কেকেআর ম্যাচ হারের দায় ডুপ্লেসি-ম্যাক্সওয়েলদের? কোহলির মন্তব্যে বিতর্ক!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা তাদের বান্ধবী এবং স্ত্রীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই খরচ বহন করতে হবে ক্রিকেটারদের। পরিবারের সদস্যরা কেউ যদি নতুন করে যোগ দিতে চান তাহলে আগে থেকে দলকে জানাতে হবে। এই সকল নিয়ম না মানসে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোনও ক্রিকেটার এই সকল নিয়ম লঙ্ঘন করলে তাঁর জরিমানা করা হবে। এমনকী ওই খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও বাতিল করতে পারে দিল্লি ক্যাপিটালস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ শেষের পার্টিতে মহিলার সঙ্গে যা করলেন দিল্লির ক্রিকেটার, ফতোয়া জারি করল সৌরভের দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল