দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে এবার থেকে আর রাত ১০টার পর নিজেক ঘরে বাইরের কাউকে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। দেখা করতে হলে রেস্তোরাঁ অথবা কফি শপে করতে হবে। তাও দলকে জানাতে হবে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে ক্রিকেটাররা। এছাড়াও অন্যান্য সময়ও যদি দলের ক্রিকটাররা হোটেলের রুমে কাউকে নিয়ে যেতে চায় তাহলে আগেভাগেই ওই ব্যক্তির সচিত্র পরিচয়পত্র টিম ম্যানেজমেন্টের কাছে জমা দিতে হবে। এই নিয়মের বাইরে কোনও ক্রিকেটার যেতে পারবে না বলেও জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
advertisement
এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা তাদের বান্ধবী এবং স্ত্রীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেই খরচ বহন করতে হবে ক্রিকেটারদের। পরিবারের সদস্যরা কেউ যদি নতুন করে যোগ দিতে চান তাহলে আগে থেকে দলকে জানাতে হবে। এই সকল নিয়ম না মানসে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোনও ক্রিকেটার এই সকল নিয়ম লঙ্ঘন করলে তাঁর জরিমানা করা হবে। এমনকী ওই খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও বাতিল করতে পারে দিল্লি ক্যাপিটালস।