এছাড়াও কোহলি বলেন, “আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। সরাসরি ফিল্ডারের হাতে বল পাঠিয়েছি আমরা। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। আর একটা ভাল জুটি গড়লেই ম্যাচটা জিততে পারতাম।” আরসিবির পরবর্তী ম্যাচ পয়লা মে লখনউের বিরুদ্ধে। সেই ম্যাচে দলকে ঘুড়ে দাঁড়ানোর ডাকও দিয়েছেন কোহলি।