ব্যাটে বলে ধুন্ধুমার লড়াই শুরু হওয়ার আগে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল জিও ৷ যার নাম ‘জিও ক্রিকেট সিজন প্যাক’ ৷ মাত্র ২৫১ টাকায় ৫১ দিনের জন্য এই অফারে পাওয়া যাবে ১০২ জিবি ডেটা ৷ আইপিএল লাইভ দেখতে তাই আরও বেশি ডেটা পাওয়া যাচ্ছে অনেক কম দামেই ৷ জিও-র গ্রাহকরা এর ফলে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন সহজেই ৷
advertisement
আরও পড়ুন-জিওর গ্রাহকদের জন্য সুখবর, আরও এক বছর বিনামূল্যে পাওয়া যাবে প্রাইম মেম্বারশিপের সুবিধা
সংস্থার তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়, ‘‘ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার জিও ক্রিকেট সিজন প্যাক নিয়ে এসেছে সংস্থা ৷ যেখানে প্রায় প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ ২৫১ টাকায় ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা পাচ্ছেন জিও গ্রাহকরা ৷ ক্রিকেট প্যাক এই প্রথম লঞ্চ করল জিও ৷ এই প্যাক বিশেষভাবে ভিডিও দেখার জন্যই দেওয়া হয়েছে ৷ এর ফলে আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ লাইভ এবং ক্লিপিংস দেখতে পারবেন গ্রাহকরা ৷ ’’