জিওর গ্রাহকদের জন্য সুখবর, আরও এক বছর বিনামূল্যে পাওয়া যাবে প্রাইম মেম্বারশিপের সুবিধা
Last Updated:
জিও-র গ্রাহকদের জন্য সুখবর ৷ প্রাইম মেম্বারশিপের মেয়াদ আরও একবছর বাড়িয়ে দিল রিল্যায়েন্স ৷
#কলকাতা: জিও-র গ্রাহকদের জন্য সুখবর ৷ প্রাইম মেম্বারশিপের মেয়াদ আরও একবছর বাড়িয়ে দিল রিল্যায়েন্স ৷ এর ফলে জিওর গ্রাহকরা আরও একবছর নিশ্চিন্তে প্রাইম মেম্বারশিপের সুবিধাগুলি ভোগ করতে পারবেন ৷ এর জন্য অতিরিক্ত কোনও টাকাও দিতে হবে না গ্রাহকদের ৷ এর পাশাপাশি যারা নতুন জিওর প্রাইম মেম্বারশিপ নিতে চান তাদেরকে আগের মতো ৯৯ টাকাই শুধুমাত্র দিতে হবে ৷ ১ এপ্রিলের পরেও জিও-র প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন নতুন গ্রাহকরা ৷ এর পাশাপাশি প্রাইম প্রোগ্রামের আওতায় থাকা গ্রাহকদের জন্য আরও নতুন কিছু সুবিধা দিতে চলেছে জিও ৷
জিওর প্রাইম গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি আগের বছর পেয়েছেন সেগুলি হল :-
১. সেরা ট্যারিফ রেট
advertisement
A. সেরা সার্ভিস সেরা দামে
B. প্রতিনিয়ত নতুন নতুন অফারে ২০-৫০ শতাংশ অতিরিক্ত সুবিধা পাওয়া
২. সেরা কমপ্লিমেন্টারি লাইব্রেরি সার্ভিস
A. ৫৫০-এর বেশি লাইভ টিভি চ্যানেল
B. ৬০০০-এর বেশি সিনেমা
advertisement
C. লাখেরও বেশি ভিডিও/ টিভি শো
D. ১.৪ কোটিরও বেশি গান
E. ৫০০০-এর বেশি ম্যাগাজিন
F. ৫০০-র বেশি সংবাদপত্র এবং অন্যান্য জিনিস
৩. MYJIO- দ্য ডিজিটাল গেটওয়ে
A. ২৪X৭ সিঙ্গল ক্লিক সেলফ সার্ভিস এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট
B. সব ধরণের জিও অ্যাপ্লিকেশনের অত্যন্ত সহজ ব্যবহার
C. সেরা অফার গুলি পাওয়া
advertisement
৩. জিও গ্রাহকদের জন্য EXCLUSIVE কন্টেট
A. ২০১৮ উইন্টার অলিম্পিকের লাইভ দেখা গিয়েছিল জিও টিভি-তে
B. নিদাহাস ক্রিকেট ট্রফি ২০১৮ জিও টিভিতে লাইভ দেখা গিয়েছিল
C. কারাবাও কাপ ( আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার সিটি) লাইভ সম্প্রচার
D. কৌন বনেগা ক্রোড়পতি লাইভ খেলার পাশাপাশি জাস্টিন বিবার, এড শিরানের মতো বিশ্বের জনপ্রিয় তারকাদের লাইভ কনসার্ট সম্প্রচার
advertisement
জিও প্রাইমের সুবিধাগুলি কীভাবে পাবেন ?
জিওর প্রাইম গ্রাহক যারা রয়েছেন অর্থাৎ ৩১ মার্চ ২০১৮-র আগে যারা প্রাইম মেম্বারশিপ নিয়েছেন তাদের প্রথমে MyJio ডাউনলোড করে সেখানে প্রাইম মেম্বারশিপ আরও ১২ মাস বাড়ানোর অপশনে যেতে হবে ৷ ব্যস তাহলেই আরও একবছর নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন জিও-র প্রাইম মেম্বারশিপের সুবিধাগুলি ৷ এছাড়া নতুন জিও গ্রাহকদের আগের মতোই ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিতে হবে ৷
Location :
First Published :
March 30, 2018 8:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিওর গ্রাহকদের জন্য সুখবর, আরও এক বছর বিনামূল্যে পাওয়া যাবে প্রাইম মেম্বারশিপের সুবিধা