দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটে রিঙ্কু সিং ও অধিনায়ক সূর্যকুমার যাদবের অর্ধশতরানের ইনিংসে ভর করে ১৮০ রান করেছিল ভারত। বৃষ্টি হওয়ায় সেই ম্যাচ ডিএলএস পদ্ধতিতে প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। কিন্তু ভারতীয় বোলারা সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়। ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় ম্যাচে নামার আগে বোলারদের পারফরম্যান্স কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ডু অর ডাই ম্যাচের আগে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন সিরাজ-অর্শদীপ-মুকেশ-কুলদীপরা। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি গিল ও যশশ্বী। বড় স্কোর করতে ব্যর্থ হন তিলক বর্মাও। তারাও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
advertisement
অপরদিকে, দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসে ভরপুর প্রোটিয়া ব্রিগেড। শেষ ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলতে বদ্ধপরিকর এডেন মার্করাম, রেজা হেনড্রিকস, হেনরিক ক্লাসেনরা। জোহানেসবার্গে এমনিতেও প্রোটিয়াদের পরিসংখ্যান ভাল। আরও একবার ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি দক্ষিণ আফ্রিকা।
পিচ রিপোর্ট: জোহানেসবার্গের উইকেট বরাবরই ব্যাটারদের সাহায্য করে থাকে। উইকেটে পেস ও বাউন্স ভাল থাকায় ব্যাটারদের স্ট্রোক নিতে সুবিধা হয়। তবে নতুন বলে সুইং ও সিম মুভমেন্ট হয়ে থাকে। তার সঙ্গে একটু মানিয়ে নিতে পারলেও হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
ওয়েদার আপডেট: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে বৃষ্টি হয়েছিল। প্রথম ম্যাচ বাতিল ও দ্বিতীয় ম্যাচ বৃষ্টি বিঘ্নিত। তবে তৃতীয় ম্যাচে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জোহানেসবার্গে মেঘুমক্ত, রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রির আশেপাশে থাকবে।