KKR Team News: নারিন-বরুণে আগের মত ভরসা নেই! নিলামে ভয়ঙ্কর স্পিনারের জন্য ঝাপাতে পারে গম্ভীরের কেকেআর

Last Updated:
KKR Team News In IPL 2024 Auction: আইপিএল নিলামে যে বিভাগগুলিতে সবথেকে বেশি জোর দিচ্ছে কেকেআর তার মধ্যে অন্যতম হল স্পিন বিভাগ। এক ভয়ঙ্কর স্পিনারের জন্য নিলামে কোমড় বেঁধে নামছে কেকেআর।
1/7
প্রায় এক দশক হতে চলে নাইটদের ঘরে ট্রফি নেই। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কাপ জিতেছিল কেকেআর। ভাগ্য ফেরাতে এবার সেই গম্ভীরকেই মেন্টর করে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
প্রায় এক দশক হতে চলে নাইটদের ঘরে ট্রফি নেই। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কাপ জিতেছিল কেকেআর। ভাগ্য ফেরাতে এবার সেই গম্ভীরকেই মেন্টর করে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
2/7
আইপিএল ২০২৩ মিনি নিলানের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে কেকেআর। তালিকায় রয়েছে একাধিক বড় নাম। গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা।
আইপিএল ২০২৩ মিনি নিলানের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে কেকেআর। তালিকায় রয়েছে একাধিক বড় নাম। গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা।
advertisement
3/7
আইপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১২টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে শাহরুখ খানের দল।
আইপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১২টি ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে শাহরুখ খানের দল।
advertisement
4/7
আইপিএল নিলামে যে বিভাগগুলিতে সবথেকে বেশি জোর দিচ্ছে কেকেআর তার মধ্যে অন্যতম হল স্পিন বিভাগ। কারণ সুনীল নারিনের ধার আর আগের মতন নেই। অন্যদিকে বরুণ চক্রবর্তীও প্রথম দিকে যেভাবে দাগ কেটেছিল এখন আর সেই ফর্ম নেই।
আইপিএল নিলামে যে বিভাগগুলিতে সবথেকে বেশি জোর দিচ্ছে কেকেআর তার মধ্যে অন্যতম হল স্পিন বিভাগ। কারণ সুনীল নারিনের ধার আর আগের মতন নেই। অন্যদিকে বরুণ চক্রবর্তীও প্রথম দিকে যেভাবে দাগ কেটেছিল এখন আর সেই ফর্ম নেই।
advertisement
5/7
যার ফলে কেকেআর চাইছে দলে আরেকজন ভাল কোয়ালিটির স্পিনারকে রাখতে। সেই কারণেই নিলামে একজন স্পিনারের জন্য ঝাপাতে পারে গৌতম গম্ভীর। তিনি হলেন ওয়ানিন্দু হাসরঙ্গা।
যার ফলে কেকেআর চাইছে দলে আরেকজন ভাল কোয়ালিটির স্পিনারকে রাখতে। সেই কারণেই নিলামে একজন স্পিনারের জন্য ঝাপাতে পারে গৌতম গম্ভীর। তিনি হলেন ওয়ানিন্দু হাসরঙ্গা।
advertisement
6/7
বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা তা সকলের জানা। আরসিবি হাসরঙ্গাকে রিলিজ করেছে। ফলে হাসরঙ্গাকে নিলে কেকেআরের হাতে স্পিনারের অপশন বাড়বে। ইডেনের উইকেটও হাসরঙ্গার জন্য আদর্শ হবে।
বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা তা সকলের জানা। আরসিবি হাসরঙ্গাকে রিলিজ করেছে। ফলে হাসরঙ্গাকে নিলে কেকেআরের হাতে স্পিনারের অপশন বাড়বে। ইডেনের উইকেটও হাসরঙ্গার জন্য আদর্শ হবে।
advertisement
7/7
হাসরঙ্গাও অনেকটা মিস্ট্রি স্পিন করেন। যা কেকেআর ম্যানেজমেন্ট বরাবর পছন্দ করেন। ভবিষ্যতে নারিনের ভাল বিকল্পও হতে পারেন হাসরঙ্গা। এখনও পর্যন্ত আইপিএলে ২৬ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন হাসরঙ্গা। সেরা বোলিং ফিগার ১৮ রান দিয়ে ৫ উইকেট।
হাসরঙ্গাও অনেকটা মিস্ট্রি স্পিন করেন। যা কেকেআর ম্যানেজমেন্ট বরাবর পছন্দ করেন। ভবিষ্যতে নারিনের ভাল বিকল্পও হতে পারেন হাসরঙ্গা। এখনও পর্যন্ত আইপিএলে ২৬ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন হাসরঙ্গা। সেরা বোলিং ফিগার ১৮ রান দিয়ে ৫ উইকেট।
advertisement
advertisement
advertisement