আরও পড়ুন: তিস্তার বাঁধে ফাটল, বাড়ছে একের পর এক নদীর জল! প্রবল উদ্বেগে উত্তরবঙ্গের একাধিক এলাকা
কিন্তু এই ম্যাচের সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে হাত না মেলানোর বিতর্ক। টসের সময়, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং তার পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা হাত মেলাননি। এশিয়া কাপে গিলরা যেমন টসের পর এড়িয়ে গিয়েছিলেন, সেভাবেই হ্যান্ডশেক এড়িয়ে যান হরমনপ্রীতরা।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে বিপর্যয় নিয়ে টুইট প্রধানমন্ত্রীর! সেতু দুর্ঘটনায় মৃতদের সমবেদনা জানালেন মোদি
মনে করা হচ্ছে মহিলাদের বিশ্বকাপও জমে উঠ হ্যান্ডশেক বিতর্কে। ইতিমধ্যেই হরমনপ্রীত এবং ফাতিমার হাত না মেলানোর ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। মহিলাদের চলতি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ জিতলেও প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে ভারত। অলরাউন্ডার আমানজোৎ কউর এই ম্যাচে খেলছেন না। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিই সর্বোচ্চ রান করেছিলেন।
তবে যাই হোক, এশিয়া কাপে বিস্তর সমালোচনা হয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর জন্য। এবার আইসিসির প্রতিযোগিতাতেও একই ঘটনা ঘটায় বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।