TRENDING:

IPL 10 Team Full Squad: নিলামের পর কেমন হল আইপিএলের ১০ দল? কোন দল বেশি শক্তিশালী? দেখে নিন

Last Updated:
IPL 10 Teams Full Squad After IPL 2026 Auction: শেষ হল আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। কোন দল কেমন হল? দেখে নিন ১০ দলের সম্পূর্ণ স্কোয়াড। সবথেকে বড় চমক দিল কেকেআর।
advertisement
1/11
নিলামের পর কেমন হল আইপিএলের ১০ দল? কোন দল বেশি শক্তিশালী? দেখে নিন
১০ দল মিলে খরচ করল মোট ২১৫.৪৫ কোটি টাকা। মোট ৭৭ জন প্লেয়ার বিক্রি হল আইপিএল ২০২৬-এর মিনি নিলানে। তার মধ্যে ৪৮ জন ভারতীয় ও ২৯ জন বিদেশি। ক্যামেরন গ্রিনকে সর্বোচ্চ ২৫.২০ কোটি টাকায় কেনে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশী ক্রিকেটার হলেন অজি তারকা। কোন দল কেমন হল? দেখে নিন ১০ দলের সম্পূর্ণ স্কোয়াড।
advertisement
2/11
কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে, অংক্রিশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মনিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক ত্যাগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্স কামরা, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ।
advertisement
3/11
মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, রায়ান রিকেলটন, রবিন মিনজ, রাজ বাওয়া, রঘু শর্মা, মিচেল স্যান্টনার, কর্বিন বশ, নামান ধীর, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ গফানজার, অশ্বিনী কুমার, দীপক চাহার, উইল জ্যাকস, শেরফানে রাদারফোর্ড, মায়াঙ্ক মারকান্দে, শার্দুল ঠাকুর, কুইন্টন ডি কক, ড্যানিশ মালওয়ার, মোহাম্মদ ইজহার, অথর্ভ আনকোলকার, মায়াঙ্ক রাওয়াত।
advertisement
4/11
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, মহেন্দ্র সিং ধোনি, সাঞ্জু স্যামসন, ডেওয়াল্ড ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিভম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অনশুল কাম্বোজ, গুরজাপনিত সিং, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস, আকিল হোসেইন, প্রশান্ত ভীর, কার্তিক শর্মা, ম্যাথু শর্ট, আমান খান, সাফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহার, জ্যাক ফোলকস।
advertisement
5/11
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদূত পাডিকাল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জশ হ্যাজেলউড, ইয়াশ দয়াল, ভূবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, রাসিখ সালাম, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা, বেনকাটেশ আইয়ার, জ্যাকব ডাফি, সাত্বিক দেশওয়াল, মঙ্গেশ যাদব, জর্ডান কক্স, ভিকি অস্টওয়াল, ভিহান মালহোত্রা, কানিশ্ক চৌহান।
advertisement
6/11
পঞ্জাব কিংস: প্রভসিমরান সিং, প্রিয়াংশ আরিয়া, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধহেরা, মার্কাস স্টইনিস, আজমাতউল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, হারপ্রীত ব্রার, যুবেন্দ্র চাহাল, অর্জদীপ সিং, মুশির খান, পায়ালা অবিনাশ, হর্ণুর পান্নু, সুর্যাংশ শেডজ, মিচেল ওয়েন, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, ভইশাখ বিজয়কুমার, ইয়াশ ঠাকুর, বিষ্ণু বিনোদ, কুপার কনলি, বেন ডওয়ারশুইস, প্রভিন দুবে, বিশাল নিশাদ।
advertisement
7/11
গুজরাত টাইটান্স: শুভমান গিল (ক্যাপ্টেন), সাই সুদর্শন, কুমার কুশর্গ, অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, অরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, গুরনূর সিং ব্রার, রশিদ খান, মানব সুতার, সাই কিশোর, জয়ন্ত যাদব, অশোক শর্মা, জেসন হোল্ডার, টম বেন্টন, পৃথ্বী রাজ ইয়ারা, লুক উড।
advertisement
8/11
দিল্লি ক্যাপিটালস: নীতিশ রানা, অভিষেক পোড়েল, অজয় মন্ডল, অশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, দুশমান্থ চামিরা, করুণ নায়ার, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, সামীর রিজভি, থাঙ্গারাসু নাটরাজান, ত্রিপুরানা বিজয়, ট্রিস্টিয়ান স্টাবস, ভিপরাজ নিগাম, ডেভিড মিলার, বেন ডাকেট, আকিব নবি, পাথুম নিশাঙ্কা, লুঙ্গি এনগিদি, সাহিল পারাখ, পৃথ্বী শ, কাইল জেমিসন।
advertisement
9/11
রাজস্থান রয়্যালস: রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, সন্দীপ শর্মা, শুভম ডুবে, বৈভব সূর্যবংশী, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, শিমরন হেটমায়ার, ইয়াসভি জয়সাওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পারাগ, যুধীর সিং চারক, জফরা আর্চার, তুষার দেশপান্ডে, কিউনা মাফাকা, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণই, সুশান্ত মিশ্র, যশ রাজ পাঞ্জা, ভিগনেশ পুথুর, রবি সিং, আমান রাও, ব্রিজেশ শর্মা, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।
advertisement
10/11
লখনউ সুপার জায়ান্টস: আবদুল সামাদ, আয়ুষ বাদনি, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, হিম্মত সিং, ঋষভ পন্ত (ক্যাপ্টেন), নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আর্শিন কুলকার্নি, মায়াঙ্ক যাদব, আভেষ খান, মহসিন খান, মানিমারাণ সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং, মোহাম্মদ শামি, অর্জুন টেন্ডুলকার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, এনরিখ নরকিয়া, মুকুল চৌধুরী, নামান তিওয়ারি, আক্সাত রঘুবংশী, জশ ইংলিস।
advertisement
11/11
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর. স্মরন, ইশান কিশান, হেনরিখ ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডি, হার্শ দুবে, কামিন্দু মেন্ডিস, হার্শাল প্যাটেল, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা, জিসান আনসারি, শিবাং কুমার, সালিল অরোরা, সাকিব হুসাইন, ওঙ্কর তরমালে, অমিত কুমার, প্রফুল হিঞ্জে, ক্রেইন্স ফুলোত্রা, লিয়াম লিভিংস্টোন, শিবম মাভি, জ্যাক এডওয়ার্ডস।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 10 Team Full Squad: নিলামের পর কেমন হল আইপিএলের ১০ দল? কোন দল বেশি শক্তিশালী? দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল