TRENDING:

MP's Son In KKR: নিলাম টেবলে তোলপাড় করা কেকেআরে এবার সাংসদের ছেলেও, নাইট দলের নতুন ধামাকা ক্রিকেটারকে চিনুন

Last Updated:
MP's Son In KKR: সার্থক রঞ্জন, পাপ্পু যাদব-এর ছেলে, আইপিএল ২০২৬-এর মিনি অকশন-এ কলকাতা নাইটরাইডার্স ৩০ লাখ টাকায় কিনেছে. দিল্লি প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স.
advertisement
1/5
MP's Son In KKR: নিলামে তোলপাড় করা KKRএ এবার সাংসদের ছেলেও, নাইটদের নতুন ধামাকা ব্যাটার
কলকাতা: এবার সাংসদের ছেলেও খেলবে কেকেআরে৷ এবারের আইপিএল নিলামে কেকেআর যেভাবে প্লেয়ার কিনে দল সাজিয়েছে চমকে গেছেন ক্রিকেট ফ্যানরাও! একের পর এক বিগ বাজেট প্লেয়ার ঝোলায় পুড়ে নিয়েছে শাহরুখের দল৷ কিন্তু চমক আছে আরও৷ কেকেআরে এবার খেলবেন সাংসদের ছেলে৷
advertisement
2/5
পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন আইপিএল মিনি অকশন: দিল্লি প্রিমিয়ার লিগ-এ তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য সিলেক্টরদের মন জয় করা সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স ফ্র্যাঞ্চাইজি তাঁদের বেস প্রাইস অর্থাৎ ২ কোটি টাকায় কিনে নিয়েছে। সার্থক রঞ্জন দেশের পরিচিত রাজনীতিবিদ এবং বিহারের পূর্ণিয়া থেকে নির্দলীয় সংসদ সদস্য পাপ্পু যাদব-এর ছেলে।
advertisement
3/5
আইপিএল ২০২৬-র জন্য মিনি অকশন-এ বিহারের পূর্ণিয়া থেকে সংসদ সদস্য পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনকে নিয়েও নিলামে দর হাঁকাহাঁকি করে নেয় নাইটরা৷  বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স তাঁদের বেস প্রাইস অর্থাৎ ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। কেকেআর ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি সার্থককে কেনার আগ্রহ দেখায়নি। সার্থক রঞ্জন দিল্লি-র হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫-এ তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন।
advertisement
4/5
আইপিএল ২০২৬-এ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে সার্থক রঞ্জন-এর নাম পাঠানো হয়েছিল। ২৯ বছর বয়সী সার্থক লম্বা ছক্কা মারার পাশাপাশি ডান হাতে অফ স্পিনও করতে পারেন। সম্প্রতি সার্থক দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি-র হয়ে ব্যাটিং করতে নেমে ৯ ম্যাচে ১৪৬.৭৩ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেন। এর মধ্যে ২১টি ছক্কা আর ৪৪টি চার ছিল। তিনি এক সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
advertisement
5/5
সার্থক ২০১৬ সালে টি-২০-তে ডেবিউ করেন। ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফি-র সময় লিস্ট-এ ডেবিউ করেন। ডিসেম্বর ২০২৪-এ সার্থক বিজয় হাজারে ট্রফি-তে দুর্দান্ত কামব্যাক করেন। ২০১৭ বিজয় হাজারে ট্রফি-র সময় তিনি গৌতম গম্ভীর-এর সঙ্গে ওপেনিং করেছিলেন। ঋষভ পন্ত এই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন। সার্থক রঞ্জন ফিটনেস ফ্রিক। তাঁর শরীর দেখে বোঝা যায় তিনি নিয়মিত জিম করেন।
বাংলা খবর/ছবি/খেলা/
MP's Son In KKR: নিলাম টেবলে তোলপাড় করা কেকেআরে এবার সাংসদের ছেলেও, নাইট দলের নতুন ধামাকা ক্রিকেটারকে চিনুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল