ভারতের হয়ে এদিন শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৮টি ছয় দিয়ে। যদিও ভারত শুরুতেই সঞ্জু স্যামসন এবং ঈশান কিসানেরই উইকেট হারায়।
advertisement
অভিষেক ছাড়াও এদিন ১৬ বলে ২৫ করেন হার্দিক পান্ডিয়া, বড় রান করতে ব্যর্থ হলেও ২২ বলে ৩২ রান করেন সূর্যকুমার। তবে দেশের হয়ে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন ফিনিশার রিঙ্কু সিং, ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
আরও পড়ুন: নিরাপত্তার জন্য লিভ-ইনে থাকা মহিলাদের স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত: মাদ্রাজ হাই কোর্ট
জবাবে ব্যাট করতে নেম মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। পরে অবশ্য গ্লেন ফিলিপসের ব্যাটে লড়াই করছিল নিউজিল্যান্ড। ৪০ বলে ৭৮ রানে আউট হন তিনি। এছাড়াও মার্ক চ্যাপম্যান ২৪ বলে ৩৯ রান করেন। ভারতের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন অর্শদীপ, হার্দিক এবং অক্ষর প্যাটেল।
