দুই দলেই দেশের বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরুণ প্রতিভারা জায়গা পেয়েছেন। ভারত ‘এ’ দলে রয়েছেন অভিজ্ঞান কুণ্ডু, ওয়াফি কচ্ছি, বংশ আচার্য সহ অন্যান্য খেলোয়াড়রা, আর ভারত ‘বি’ দলে নির্বাচিত হয়েছেন বেদান্ত ত্রিবেদী, যুবরাজ গোহিল, অন্বয় দ্রাবিড় সহ আরও কয়েকজন। দুই দলের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে বলে আশা করা হচ্ছে।
দুই জনপ্রিয় কিশোর প্রতিভা আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশী এই সিরিজে অংশ নিচ্ছেন না। বিসিসিআই জানিয়েছে, আয়ুষ বর্তমানে রনজি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলছেন, তাই তাকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, বৈভবকে ভারতের ‘এ’ দলে নির্বাচিত করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টারস এশিয়া কাপে, যার কারণে তিনি এই সিরিজে খেলতে পারবেন না।
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: ৩৩ উইকেট নিয়ে আত্মবশ্বাসী ভারতীয় পেসার, তৈরি প্রোটিয়াদের বিরুদ্ধে আগুন ঝরাতে
এই ত্রিদেশীয় সিরিজটি তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে। ভারত ‘এ’ ও ‘বি’ দলের খেলোয়াড়রা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে। শেষ পর্যন্ত ৩০ নভেম্বর ফাইনাল শিরোপা কে জেকে তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন। সিরিজটি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
