সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়ে কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করেন সিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি উজ্জ্বল ছিলেন, দুই টেস্টে নিয়েছেন ১০ উইকেট। নিজের এই ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট সিরাজ বলেছেন, গতি ও নিয়ন্ত্রণের সমন্বয়ই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি, যা তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কাজে লাগাতে চান।
advertisement
দলের ভিতরে ইতিবাচক পরিবেশ নিয়েও আশাবাদী সিরাজ। তাঁর মতে, ড্রেসিংরুমে এখন আত্মবিশ্বাস ও ঐক্যের বাতাবরণ বিরাজ করছে। ইংল্যান্ডে ভালো পারফরম্যান্সের পর দল নতুন উদ্যমে ভরপুর। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা খেলোয়াড়দের শেখার সুযোগ বাড়ায়, এবং তা থেকে দলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নতি করা সম্ভব হয় বলেও মনে করেন তিনি।
আরও পড়ুনঃ পুরনো অভ্যাস বদলাননি গম্ভীর! ইডেন টেস্টের আগে কালীঘাটে পুজো দিলেন ভারতীয় কোচ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ডব্লিউটিসি চক্রে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। সিরাজ নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলের জয়ে বড় ভূমিকা রাখতে চান। ঘরোয়া কন্ডিশনে বলের সঠিক ব্যবহার ও কৌশল প্রয়োগে মনোযোগ দিচ্ছেন তিনি। সিরাজ যদি তাঁর ফর্ম ধরে রাখতে পারেন, তবে ভারতের এই সফর বড় সাফল্য আনতে পারে এবং ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় দলটি আরও ওপরে উঠে যেতে পারে।
