IND vs SA: ৩৩ উইকেট নিয়ে আত্মবশ্বাসী ভারতীয় পেসার, তৈরি প্রোটিয়াদের বিরুদ্ধে আগুন ঝরাতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: আসন্ন দুই টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ আত্মবিশ্বাসে ভরপুর। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
আসন্ন দুই টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ আত্মবিশ্বাসে ভরপুর। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC ২০২৫–২৭)-এর অংশ, ফলে প্রতিটি ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজ জানিয়েছেন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাওয়া সাফল্য দলের মনোবল বাড়িয়েছে এবং সেই ইতিবাচক ছন্দ ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো পারফর্ম করতে চান তিনি।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়ে কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করেন সিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি উজ্জ্বল ছিলেন, দুই টেস্টে নিয়েছেন ১০ উইকেট। নিজের এই ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট সিরাজ বলেছেন, গতি ও নিয়ন্ত্রণের সমন্বয়ই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি, যা তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কাজে লাগাতে চান।
advertisement

advertisement
দলের ভিতরে ইতিবাচক পরিবেশ নিয়েও আশাবাদী সিরাজ। তাঁর মতে, ড্রেসিংরুমে এখন আত্মবিশ্বাস ও ঐক্যের বাতাবরণ বিরাজ করছে। ইংল্যান্ডে ভালো পারফরম্যান্সের পর দল নতুন উদ্যমে ভরপুর। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা খেলোয়াড়দের শেখার সুযোগ বাড়ায়, এবং তা থেকে দলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নতি করা সম্ভব হয় বলেও মনে করেন তিনি।
advertisement
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ডব্লিউটিসি চক্রে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। সিরাজ নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলের জয়ে বড় ভূমিকা রাখতে চান। ঘরোয়া কন্ডিশনে বলের সঠিক ব্যবহার ও কৌশল প্রয়োগে মনোযোগ দিচ্ছেন তিনি। সিরাজ যদি তাঁর ফর্ম ধরে রাখতে পারেন, তবে ভারতের এই সফর বড় সাফল্য আনতে পারে এবং ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় দলটি আরও ওপরে উঠে যেতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 7:43 PM IST

