আরও পড়ুন - Gavaskar congratulates Dhoni : ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারলে খুশি হতেন গাভাসকার
একাধিক ভাল ক্রিকেটার রয়েছে দলে। তাদের মধ্যে অন্যতম ভুবনেশ্বর কুমার। আরব আমিরশাহির পিচে বল করার ব্যাপারে যার ওপর অনেকটাই নির্ভর করে আছে ভারত। বিরাট মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বর কুমারের ইকোনমি এবং অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ হতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ভাল পারফর্ম করতে না পারলেও, বল হাতে ভুবির পারফরম্যান্স নজর কেড়েছিল। নতুন বলে যেমন সুইং করাতে পারেন, তেমনই পুরনো বলে ডেথ ওভারে রান আটকাতে দক্ষ।
advertisement
ফাস্ট বোলিং বিভাগে বুমরা যদি ভারতের প্রধান ভরসা হয়ে থাকেন, তাহলে ভুবনেশ্বর তার যোগ্য পার্টনার। বিরাট মনে করেন ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেও পারেনি ভারত। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তেমনই ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে মেন ইন ব্লু। কোচ হিসেবে রবি শাস্ত্রির এটাই সম্ভবত শেষ টুর্নামেন্ট। বিদেশের মাটিতে রবির কোচিংয়ে ভারতীয় টেস্ট দল ভাল করলেও, আইসিসি ট্রফি জিততে ব্যর্থ।
তাই ভারতীয় দল তাদের অধিনায়ক এবং কোচের জন্য চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে এ কথা বলাই যায়। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মেন্টর হিসেবে দলে যোগ দেওয়া দারুণ ব্যাপার মনে করেন বিরাট। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন ধোনি মেন্টর হিসেবে থাকায়, ইগো সমস্যা না তৈরি হয় ড্রেসিংরুমে। সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। বরং ধোনি থাকায় অনেক বেশি খোলা মনে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটাররা। কঠিন সময় সামাল দেওয়ার ক্ষেত্রে ধোনির পরামর্শ সাহায্য করবে জানিয়েছেন বিরাট কোহলি।