ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা বল হাতে আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন। তিনি ২৮.৩ ওভারে ৬২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর নেন একটি উইকেট। জাদেজার এক দুর্দান্ত ডেলিভারিতে স্টাবস বোল্ড হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
প্রথম ইনিংসে ২৮৯ রানের লিডের ওপর ভিত্তি করে দক্ষিণ আফ্রিকা তাদের মোট লিড বাড়িয়ে ৫৪৮-এ নিয়ে যায়, ফলে ভারতের সামনে দাঁড়ায় ৫৪৯ রানের বিশাল টার্গেট। এই লক্ষ্য তাড়া করতে পারলে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান তাড়ার নতুন ইতিহাস তৈরি হবে। এখনও পর্যন্ত ৪৫০ রানের বেশি রান তাড়া করে জেতার নজির ভারতের নেই।
advertisement
ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া ১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৬ রানে। ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া ২০০৮ সালের চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রান, যেখানে সচিন তেন্ডুলকার ম্যাচ উইনিং সেঞ্চুরি করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান তাড়া মাত্র ১১৭, যা ২০০৪ সালে কলকাতায় অর্জিত।
এই অবস্থায় গুয়াহাটির টেস্ট ভারতের জন্য ডু অর ডাই লড়াই হয়ে দাঁড়িয়েছে। যদি ভারত বিশাল এই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়, তাহলে ২৫ বছর পর নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারতে হবে। ব্যাটারদের দায়িত্ব এবার দলকে ঐতিহাসিক রান চেজের পথে নিয়ে যাওয়া, আর দক্ষিণ আফ্রিকার বোলাররা পুরো শক্তি দিয়ে চেষ্টা করবে সিরিজ নিশ্চিত করতে।
