সূচি অনুযায়ী, ভারত বিশ্বকাপে অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর পর দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার দল। টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা থাকে বরাবর।
ভারতের গ্রুপ পর্ব শেষ হবে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তুলনামূলকভাবে শক্তিশালী গ্রুপ হলেও নিজেদের মাটিতে ও উপমহাদেশীয় পরিবেশে ভারতকে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার ব্যাপারে আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা। বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।
advertisement
আরও পড়ুন- বিয়ের আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট! সেই মহিলাকে কী প্রস্তাব দেন পলাশ!
টি২০ বিশ্বকাপ সূচি: পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ভারত। ভারত বিশ্বকাপে অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি। ভারতের ম্যাচের সূচি নিচে দেওয়া হল:
৭ ফেব্রুয়ারি, ২০২৬ – ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (মুম্বই)
১২ ফেব্রুয়ারি, ২০২৬ – ভারত বনাম নামিবিয়া (দিল্লি)
১৫ ফেব্রুয়ারি, ২০২৬ – ভারত বনাম পাকিস্তান (কলম্বো)
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ – ভারত বনাম নেদারল্যান্ডস (আহমেদাবাদ)
