Palash Mucchal Chat Screenshot : বিয়ের ঠিক আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে মাখোমাখো চ্যাট! সেই মহিলাকে কী প্রস্তাব দেন স্মৃতির হবু বর পলাশ!

Last Updated:
Smriti Mandhana-Palash Mucchal : জানা গিয়েছে, সেই মহিলার কাছে পলাশ দাবি করেন, স্মৃতিকে ডেট করা সমস্যার হয়ে উঠেছিল তাঁর কাছে। কারণ দেশের হয়ে ক্রিকেট খেলার কারণে স্মৃতি বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন।
1/6
বিয়ের আগে রাতে হবু বউয়েরই বান্ধবীর সঙ্গে চ্যাট! আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল। ভারতীয় দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ের ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল!
বিয়ের আগে রাতে হবু বউয়েরই বান্ধবীর সঙ্গে চ্যাট! আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল। ভারতীয় দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ের ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল!
advertisement
2/6
নেটিজেনদের একাংশ চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল করে দাবি করেছেন, মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলাশের সেই ফ্লার্টিং-এর খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। সেই মহিলাই কি তা হলে চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল করে দিলেন!
নেটিজেনদের একাংশ চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল করে দাবি করেছেন, মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলাশের সেই ফ্লার্টিং-এর খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। সেই মহিলাই কি তা হলে চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল করে দিলেন!
advertisement
3/6
জানা গিয়েছে, সেই মহিলার কাছে পলাশ দাবি করেন, স্মৃতিকে ডেট করা সমস্যার হয়ে উঠেছিল তাঁর কাছে। কারণ দেশের হয়ে ক্রিকেট খেলার কারণে স্মৃতি বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। সেই মহিলাকে একটি পাঁচতারা হোটেলে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার, আবার বিচে যাওয়ার প্রস্তাবও নাকি দেন পলাশ!
জানা গিয়েছে, সেই মহিলার কাছে পলাশ দাবি করেন, স্মৃতিকে ডেট করা সমস্যার হয়ে উঠেছিল তাঁর কাছে। কারণ দেশের হয়ে ক্রিকেট খেলার কারণে স্মৃতি বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। সেই মহিলাকে একটি পাঁচতারা হোটেলে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার, আবার বিচে যাওয়ার প্রস্তাবও নাকি দেন পলাশ!
advertisement
4/6
জানা যাচ্ছে, স্মৃতির বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। স্মৃতি ও পলাশের বিয়ের অনুষ্ঠানের রাতেই কনের বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তিনি আগের থেকে সুস্থ বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, স্মৃতির বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। স্মৃতি ও পলাশের বিয়ের অনুষ্ঠানের রাতেই কনের বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তিনি আগের থেকে সুস্থ বলে জানা যাচ্ছে।
advertisement
5/6
স্মৃতিদের পারিবারিক চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, শ্রীনিবাস মান্ধানার চিকিৎসায় একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে স্মৃতির হবু বর পলাশের একের পর এক চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হওয়ায় বড়সড় বিপত্তি দেখা দিয়েছে।
স্মৃতিদের পারিবারিক চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, শ্রীনিবাস মান্ধানার চিকিৎসায় একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে স্মৃতির হবু বর পলাশের একের পর এক চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল হওয়ায় বড়সড় বিপত্তি দেখা দিয়েছে।
advertisement
6/6
বিয়ের অনুষ্ঠানের মাঝে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতি মান্ধানার বাবা। তার পরই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল। এমন পরিস্থিতিতে বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন স্মৃতি। তার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, স্মৃতির বিয়ের পরবর্তী তারিখ তবে কবে! বিয়ে নিয়ে কি অন্য কোনও সমস্যা হয়েছে! এসবের মাঝে চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল।
বিয়ের অনুষ্ঠানের মাঝে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতি মান্ধানার বাবা। তার পরই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছল। এমন পরিস্থিতিতে বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন স্মৃতি। তার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, স্মৃতির বিয়ের পরবর্তী তারিখ তবে কবে! বিয়ে নিয়ে কি অন্য কোনও সমস্যা হয়েছে! এসবের মাঝে চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল।
advertisement
advertisement
advertisement