Blacksmith: কমছে চাহিদা, তলানিতে আয়! তবুও ধান কাটার মরশুম এলেই 'শস্য গোলা'র কামার শিল্পীদের মুখে হাসির ছটা, লক্ষ্মী আসে ঘরে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Burdwan Blacksmith: আধুনিক যন্ত্রপাতির ভিড়ে সময়ের সঙ্গে সঙ্গে কমছে কামার ও কামার শিল্পের চাহিদা। আয় বহুগুণ কমেছে লোহার কারিগরদের।
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: একসময় সারা বছরই থাকতো কর্মব্যস্ততা কিন্তু আজ আধুনিক যন্ত্রপাতির ভিড়ে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে তাদের চাহিদা। আগের থেকে অনেকটাই কমেছে আয়ও। বছরের অন্যান্য সময় সেভাবে চাহিদা না থাকলেও ধান কাটার মরশুমে শস্য গোলা পূর্ব বর্ধমানের এই ব্যবসায়ীদের আয় বেড়ে যায় দ্বিগুণ। এই সময় কৃষক ও ক্ষেতমজুরেরা ভিড় জমান এই দোকানে।
লোহা পেটানোর শব্দ, পোড়া গন্ধ, পোড়া লোহা থেকে বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ আর হাপরের শব্দ এক সময় ছিল কামার পাড়ার সাধারণ ছবি। কিন্তু তা আজ অতীত, আধুনিকতার যুগে অত্যাধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যাচ্ছে কামারশালা। পেশার সঙ্গে যুক্ত হতে চাইছে না নতুন প্রজন্ম। সারাবছর টেনেটুনে চলছে সংসার। আগের মতো আর নেই চাহিদা। তবে ধান কাটার সিজিনে কিছুটা হলেও মুখে হাসি ফোটে পেশার সঙ্গে যুক্ত কারিগরদের।
advertisement
আরও পড়ুনঃ বিধায়কের হাত ধরে শান্তিপুরে অগ্রগতি! রাস্তার উন্নয়ন, বিদ্যালয়ে ওয়াটার এটিএম উদ্বোধন, নিজেই যাচাই করলেন জলের গুণমান
ধান কাটার কাজে কাস্তে, নিড়ানির ব্যবহার কমে যাচ্ছে, বেড়েছে ধান কাটার মেশিন-সহ অত্যাধুনিক যন্ত্রপাতির চাহিদা। তবুও এই সিজিনে একটু হলেও মুখে হাসি ফোটে কামারশালায় কাজ করা মানুষদের।
advertisement
আরও পড়ুনঃ চোখ বন্ধ করে ফুটবল স্পিন! এগরার পেট্রোল পাম্পকর্মীর অনুপ্রেরণা রোনাল্ড, তবু স্বপ্নের পথে বাধা অভাব, দেখুন তাঁর প্রতিভা
পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার রানা কর্মকার বলেন, “আধুনিক যন্ত্রপাতির জন্য আমাদের ব্যবসা খুবই কম চলছে। অন্যান্য সময়ে ছুড়ি, কাটারি, বটি এই সব বানিয়ে কাজ চলে কিন্তু এই ধান কাটার মরশুমে আগে খাওয়া ঘুম উড়ে যেত। বর্তমান সময়ে চাহিদা আর আগের মতো নেই। তবে এই বছর ধান কাটার মেশিন কম আসায় একটু হলেও ব্যবসা ভাল চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে, আধুনিক যন্ত্র সভ্যতা যেমন কৃষকের কাজকে করেছে দ্রুত ও সহজ, তেমনই তা সঙ্কটের মুখে দাঁড় করিয়েছে কামারশালার সঙ্গে যুক্ত মানুষদের। তবুও, ধান কাটার এই বিশেষ মরশুমটি পূর্ব বর্ধমানের কামারদের কাছে এখনও একটি বাৎসরিক আশীর্বাদ হিসেবেই আসে। এই সময়টুকুই যেন তাদের নতুন করে বাঁচার রসদ জোগায়, এই পেশাটির ঐতিহ্যকে আরও কিছুদিন ধরে রাখার জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
November 25, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blacksmith: কমছে চাহিদা, তলানিতে আয়! তবুও ধান কাটার মরশুম এলেই 'শস্য গোলা'র কামার শিল্পীদের মুখে হাসির ছটা, লক্ষ্মী আসে ঘরে
