Football: চোখ বন্ধ করে ফুটবল স্পিন! এগরার পেট্রোল পাম্পকর্মীর অনুপ্রেরণা রোনাল্ড, তবু স্বপ্নের পথে বাধা অভাব, দেখুন তাঁর প্রতিভা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
East Medinipur Football: এগরার যুবক শম্ভু শীটের স্বপ্ন ফুটবলার হওয়ার। কিন্তু স্বপ্নের পথে বাধা অভাব। বাবার মৃত্যুর পর মা এবং ভাইয়ের দায়িত্ব তাঁর কাঁধে। পেট্রোল পাম্পে কাজ করে সংসার চালান। তাও নিয়মিত ফুটবল নিয়ে মাঠে করেন অনুশীলন।
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: কখনও চোখ বন্ধ করে ফুটবল স্পিন। আবার কখনও চার ফুট লম্বা লাঠির উপরে ফুটবল স্পিন। দু’চোখে স্বপ্ন ফুটবলার হওয়ার। অনুপ্রেরণা রোনাল্ডো। পূর্ব মেদিনীপুর জেলার এগরার কৈঁথোড় গ্রামের যুবক শম্ভু শীট। স্কুলে পড়াকালীন বাবা মারা গিয়েছেন। মা-ভাইয়ের দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসারের দায়িত্ব – তার মাঝেই দু’চোখে ফুটবলার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তব করতে পড়াশোনার পাশাপাশি শুরু হয় কঠোর অনুশীলন। যতই সমস্যা সামনে আসুক না কেন, ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক যেন আরও অটুট হয়ে উঠেছে।
কলেজ শেষ করেই সংসার চালানোর চাপ এসে পড়ে শম্ভুর উপর। তাই বাধ্য হয়েই এগরার একটি পেট্রোল পাম্পে কাজ শুরু করতে হয় তাকে। সকালবেলা ঘুম ভেঙেই মাঠে দৌড়। বলের স্পর্শ, ঘণ্টার পর ঘণ্টা কঠোর অনুশীলন – এসব শেষ হওয়ার পরই শুরু হয় দিনের কাজ। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সারাদিন কর্মব্যস্ততার মাঝেও ফুটবলের কথা মাথা থেকে একবারও বাদ পড়ে না।
advertisement
আরও পড়ুনঃ নলেন গুড়ের সুবাসে ম-ম করছে জয়নগর! ক্ষীরের মোয়া, গুড়ের পাটালি, রসগোল্লার টানে মৌমাছির মতো ভিড় জমাচ্ছে ক্রেতারা
বাড়ি ফিরে আবার বিকেলে শুরু হয় নতুন অধ্যায়। আলো কমে এলেও হাতে ফুটবল, সামনে প্র্যাকটিসের মাঠ। প্রতিদিন একইভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কখনও শারীরিক ক্লান্তি, কখনও সংসারের দায়িত্ব, আবার কখনও অনিশ্চয়তাকে হারানোর চেষ্টায় অনড় শম্ভু। তাঁর প্রতিভা যে কতটা ধারালো, তা ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। চোখ বন্ধ অবস্থায় পেনসিলের উপরে ফুটবল স্পিন করছেন – এ দৃশ্যই বলে দেয় কতটা একাগ্রতা আর দক্ষতার সঙ্গে অনুশীলন করেন তিনি। আবার কখনও চার ফুট লম্বা লাঠির উপর অনায়াসে ফুটবল স্পিন করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহিলা ফুটবল প্রতিযোগিতায় সরগরম নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন! জঙ্গলমহলের লক্ষ্য রাজ্য ও জাতীয় স্তরের স্বীকৃতি
এমন স্কিল খুব একটা দেখা যায় না। গ্রামের মানুষও অবাক হয়ে দেখছেন শম্ভুর প্রতিভা। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও সামনে দাঁড়িয়ে রয়েছে বড় সমস্যা – পারিবারিক আর্থিক সঙ্কট। তাই কলকাতায় গিয়ে কোনও বড় কোচের কাছে প্রশিক্ষণ নেওয়া বা কোনও বড় প্রতিষ্ঠানে ট্রায়াল দেওয়ার মতো সুযোগ তার কাছে নেই। যে প্রতিভা বড় মঞ্চে পৌঁছতে পারত, তা অর্থের অভাবে যেন হারিয়ে যাচ্ছে।
advertisement
তবুও হাল ছাড়ার পাত্র নয় শম্ভু। প্রতিদিনের এই কঠিন পথচলার মাঝেও স্বপ্নকে আঁকড়ে ধরে রাখাই তাঁর শক্তি। সংসারের চাপ, কাজের ব্যস্ততা, অনুশীলনের ক্লান্তি কোন কিছুই তাকে থামাতে পারে না। একদিন বড় ফুটবলার হওয়ার বিশ্বাস নিয়েই প্রতিদিন মাঠে নেমে ঘাম ঝরান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামনে সুযোগ কম, বাধা বেশি। তবুও চেষ্টা থেমে নেই। গ্রামের মানুষও চায় তাঁর প্রতিভা যেন আরও বড় মঞ্চে দেখা যায়। শম্ভুর এই পথচলা তাই শুধু একটি যুবকের লড়াই নয়, নিজের প্রতিভাকে বিশ্বমঞ্চে প্রকাশ করার এক প্রচেষ্টা। গ্রাম গঞ্জের যে প্রতিভা অর্থের অভাবে দিনে দিনে হারিয়ে যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 25, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Football: চোখ বন্ধ করে ফুটবল স্পিন! এগরার পেট্রোল পাম্পকর্মীর অনুপ্রেরণা রোনাল্ড, তবু স্বপ্নের পথে বাধা অভাব, দেখুন তাঁর প্রতিভা
