Jaynagar Moa: নলেন গুড়ের সুবাসে ম-ম করছে জয়নগর! ক্ষীরের মোয়া, গুড়ের পাটালি, রসগোল্লার টানে মৌমাছির মতো ভিড় জমাচ্ছে ক্রেতারা

Last Updated:

South 24 Parganas Jaynagar Moa: শীতকাল মানেই নলেন গুড় আর জয়নগরের মোয়া। জয়নগর জুড়ে সারি সারি দোকান। মোয়ার পাশাপাশি ঢেলে বিক্রি হচ্ছে নলেন গুড়, নলেন গুড়ের পাটালি, বাদাম চাক, নলেন গুড়ের রসগোল্লা।

+
জয়নগরের

জয়নগরের মোয়া 

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনার, সুমন সাহা: শুরু হয়ে গেল জয়নগরের মোয়া। বাঙালীর কাছে শীতকালে মানেই মোয়া আর নলেন গুড়। মোয়া বলতেই আমরা বুঝি জয়নগরের মোয়া। দক্ষিণ চব্বিশ পরগণায় এই জয়নগর এলাকাতেই মোয়ার চল কোনও এক অতীতে শুরু হয়েছিল যা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে।
মোয়ার মূল উপাদান সুগন্ধী কনকচূড় ধানের খই যা শুধু এই জয়নগর এবং তার আশপাশের এলাকাতেই চাষ হয়। আর অবশ্যই সঙ্গে খেজুর রস থেকে তৈরি নলেন গুড়। সেই থেকেই মোয়ার সঙ্গে জয়নগরের নামটা জড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ রেলের! মগরাহাট স্টেশনে আরপিএফ অভিযান, উচ্ছেদ করা হল একাধিক অস্থায়ী দোকান
শীতকাল এলেই সর্বত্র শুরু হয়ে যায় জয়নগরের মোয়ার বিক্রি। শীতের মরশুমে জয়নগর আর বহড়ু এলাকাতেই ছোটবড় মিলিয়ে কয়েক শো মোয়ার দোকান বসে। তবে অনেক দোকান শুধুমাত্র মোয়া ব্যবসা করার জন্য তৈরি করা হয়। অর্থাৎ শীত এলে জয়নগর থেকে বহড়ু এলাকায় রাস্তার দুই ধরে প্রচুর দোকান গজিয়ে ওঠে। তবে এর মধ্যে জয়নগরের বেশ কিছু পুরনো মোয়ার দোকান এখনও আছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমস্ত দোকানের বৈশিষ্ট্য হল ক্ষীরের মোয়া। সাধারণ মোয়ার থেকে এর পাক একটু আলাদা। মোয়া গড়ার পর তার উপরেও খোয়া ক্ষীরের গুঁড়োর ছড়িয়ে দেওয়া হয়। মোয়ার দাম ৩৬০ টাকা কেজি। ৫০০ গ্রামের বাক্সে বিক্রি হয়। একটি বাক্সে ১০টি মোয়া। তবে শীতকালে জয়নগরে মোয়া ছাড়াও নলেন গুড়, নলেন গুড়ের পাটালি, বাদাম চাক আর নলেন গুড়ের রসগোল্লার চাহিদাও থাকে তুঙ্গে। জয়নগর জুড়ে ঢেলে বিক্রি হচ্ছে সেই সব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa: নলেন গুড়ের সুবাসে ম-ম করছে জয়নগর! ক্ষীরের মোয়া, গুড়ের পাটালি, রসগোল্লার টানে মৌমাছির মতো ভিড় জমাচ্ছে ক্রেতারা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement