Women Football: মহিলা ফুটবল প্রতিযোগিতায় সরগরম নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন! জঙ্গলমহলের লক্ষ্য রাজ্য ও জাতীয় স্তরের স্বীকৃতি

Last Updated:

West Medinipur Women Football: শালবনির নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে মহিলাদের দৌড়-ঝাঁপ। খেলাধুলোই নতুন দিশা দেখাচ্ছে জঙ্গলমহলের মেয়েদের। রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করা তাদের মূল লক্ষ্য।

+
মহিলাদের

মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

শালবনি, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে মহিলাদের দৌড়-ঝাঁপ খেলাধুলোই নতুন দিশা দেখাচ্ছে জঙ্গলমহলের মেয়েদের। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন এখন আর শুধু কচিকাঁচাদের ভরসাস্থল নয়, আজ এখানে সবচেয়ে বেশি ভিড় জমায় এলাকার কিশোরী ও যুবতী ফুটবল খেলোয়াড়রা। প্রতিদিনই মাঠে নেমে নিজেদের দক্ষতা বাড়ানোর লক্ষ্য স্থির করছে শত শত মেয়ে। তাদের স্বপ্ন নিয়মিত অনুশীলনের মাধ্যমে রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করা।
জঙ্গলমহলে মহিলারা ফুটবলে মাঠ কাঁপাচ্ছে। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা শালবনি আর সেখানেই মহিলারা খেলা হিসেবে বেছে নিয়েছে ফুটবলকে। ফুটবল খেলে জীবন গড়ছেন অনেকেই। কেউ পাচ্ছে চাকরি, কেউ আবার বড় জায়গায় কাজের সুযোগ। কেউ আবার বাইরে গিয়ে ফুটবল খেলে খ্যাতি অর্জন করছে।
আরও পড়ুনঃ পরিবেশ রক্ষার নেশায় মত্ত স্কুল শিক্ষক! মেদিনীপুরের ‘সবুজ স্যারের’ অবাক করা কর্মকাণ্ড, বেতনের টাকাতেই সবুজ বাঁচাও অভিযান
২০১১ সালে প্রথম আয়োজন করা হয় শালবনি জাগরণ জঙ্গলমহল কাপ। সেই আয়োজন থেকেই শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়মিত ফুটবল প্রশিক্ষণ। তবে সময়ের সঙ্গে সবচেয়ে নজর কাড়ছে মেয়েদের অগ্রগতি। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শালবনির মহিলা ফুটবল দল রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ২০২২ সালে শালবনি একাডেমির প্রতিভাবান বেশ কয়েকজন মহিলা খেলোয়াড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চাকরির সুযোগ পান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫ মাস ধরে কাটোয়া হাসপাতালে প্যাকেটবন্দি হয়ে পড়ে ডিজিটাল এক্স-রে মেশিন! আধুনিক পরিষেবা থেকে বঞ্চিত রোগীরা
বর্তমানে এই ক্রীড়াঙ্গনে প্রশিক্ষণ করে বেঙ্গল টিমে খেলছে একাধিক মহিলা ফুটবল খেলোয়াড়। শুধু তাই নয় প্রতিদিন সকাল-বিকেল মিলিয়ে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অনুশীলন করতে আসে এই মাঠে। এর মধ্যে প্রায় অর্ধেকই কিশোরী ফুটবল প্রশিক্ষণার্থী। ১৭ বছরের নিচে শতাধিক পড়ুয়ার মধ্যে মেয়েদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। ফুটবলের মধ্যেই তারা শিখছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দলগত মনোভাব এবং নিজের প্রতি বিশ্বাস, যা এই এলাকার মেয়েদের জীবনদর্শনই বদলে দিচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে বর্তমান প্রজন্মের বহু তরুণ-তরুণী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেখানে শালবনির এই ক্রীড়াঙ্গন মেয়েদের জন্য হয়ে উঠেছে মুক্তির পরিসর। ফুটবল কোচ এবং এলাকার মানুষের মতে, মেয়েদের উচ্ছ্বাস, নিষ্ঠা এবং প্রতিদিনের লড়াইই প্রমাণ করে খেলাধুলার শক্তি আজও জঙ্গলমহলের সমাজকে বদলে দিতে সক্ষম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Women Football: মহিলা ফুটবল প্রতিযোগিতায় সরগরম নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন! জঙ্গলমহলের লক্ষ্য রাজ্য ও জাতীয় স্তরের স্বীকৃতি
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement