East Medinipur News: পরিবেশ রক্ষার নেশায় মত্ত স্কুল শিক্ষক! মেদিনীপুরের 'সবুজ স্যারের' অবাক করা কর্মকাণ্ড, বেতনের টাকাতেই সবুজ বাঁচাও অভিযান

Last Updated:

East Medinipur School Teacher: পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর পূর্ব মেদিনীপুর জেলার এই শিক্ষক। নিজের বেতনের টাকা খরচ করে সুস্থ সমাজ ও সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর কর্মকাণ্ড জানলে অবাক হবেন।

+
শিক্ষক

শিক্ষক দিলীপ কুমার পাত্র

ময়না, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার এই শিক্ষকের কর্মকাণ্ড জানলে অবাক হবেন। নিজের বেতনের টাকা খরচ করে সুস্থ সমাজ ও সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর তিনি। পেশায় শিক্ষক, নেশা পরিবেশ রক্ষা। অন্যকে পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে শেষ কয়েক বছর ধরেই ব্যবহার বন্ধ করে দিয়েছেন প্লাস্টিকের। যেকোনও সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষকে উপহার দেন গাছ। এর পাশাপাশি ছন্দ মিলিয়ে ছড়া ও কবিতায় পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন। সেই সঙ্গে সবুজ বাঁচাও অভিযানের নানান স্লোগান লেখা ডাইরি ও ক্যালেন্ডার নিজে ছাপিয়ে বিনা পয়সায় বিলি করেন।
তিনি হলেন ময়না রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠের ভূগোল শিক্ষক দিলীপকুমার পাত্র। পরিবেশ রক্ষার বার্তা দিতে লিখেছেন একাধিক বই, অসংখ্য ছড়া, গান ও স্লোগান। গাছ বাঁচানোর বার্তা দিতে ক্যালেন্ডার ছাপিয়েও বিলি করেন। তাঁর কাছে শুধু ৫ জুন নয়, তাঁর কাছে প্রতিটা দিনই বিশ্ব পরিবেশ দিবস। গাছকে ভালবেসে পরেন সবুজ পোশাক ও টুপি। এলাকায় তাঁকে ‘সবুজ স্যার’ নামে সবাই এক ডাকে চেনে।
advertisement
আরও পড়ুনঃ  ভবঘুরেদের সেবায় সেরা সিউড়ি! রাজ্যের মধ্যে প্রথম ‘অনিকেত সুনীতি চট্টরাজ ভবন’, অবহেলিতদের জন্য ফার্স্ট ক্লাস বন্দোবস্ত
ময়নার চঙরা গ্রামের বাসিন্দা দিলীপ পাত্র ২০০৭ থেকে পরিবেশ নিয়ে কাজ শুরু করেন। প্রতি বছর নিজের খরচে বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানে চারাগাছ বিলি শুরু করেন দিলীপ। পরিবেশ বিষয়ে নতুন প্রজন্মকে সতর্ক করতে স্কুলে স্কুলে আঁকা, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতি বছর বিলি করেন একশোটি ব্যাগ, টুপি ও ক্যালেন্ডার।
advertisement
advertisement
পরিবেশ রক্ষার দাবিতে যোগ দেন সাইকেল ও বাইক র‍্যালিতে। তাঁর কথায়, ‘পরিবেশকে ভাল না রাখতে পারলে আমরাও ভাল থাকতে পারব না। তাই নিয়মিত চারাগাছ রোপণ ও বিলি করি। সবটাই করি মাইনের টাকা থেকে। পরিবেশ সচেতনার উপরে একাধিক বই লিখেছি। মানুষের কাছে পরিবেশের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করি। আমার কাছে বছরের প্রতিটা দিনই বিশ্ব পরিবেশ দিবস।’
advertisement
আরও পড়ুনঃ শীতের ভোরে দুর্ঘটনা ঠেকাতে ‘দাওয়াই’ হাতে রাস্তায় ট্রাফিক পুলিশ! এক চুমুকে ঘুম ছু-মন্তর, চাঙ্গা চালক
২০১৩ সালে দিলীপের উদ্যোগেই ময়নায় গড়ে উঠেছে ‘ময়না সবুজ বাঁচাও মঞ্চ।’ এখনও পর্যন্ত ২০ হাজার চারাগাছ বিলি করেছেন ওই শিক্ষক। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজের হাতে কয়েক হাজার চারাগাছ লাগিয়েছেন ‘সবুজ স্যর’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশ বাঁচানোর বার্তা দিতে দশটিরও বেশি ছড়ার বই লিখেছেন। পরিবেশ সংক্রান্ত স্লোগান লিখেছেন প্রায় দু’হাজার। সেগুলো বই আকারেও প্রকাশ করেছেন। তাঁর লেখা পরিবেশ সংক্রান্ত তিরিশটিরও বেশি গান রয়েছে ইউটিউবে। নিয়মিত একটি এফএম চ্যানেলে আলোচনায় যোগ দেন। দেশ-বিদেশের একাধিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা বেশ কিছু পরিবেশমূলক প্রবন্ধ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: পরিবেশ রক্ষার নেশায় মত্ত স্কুল শিক্ষক! মেদিনীপুরের 'সবুজ স্যারের' অবাক করা কর্মকাণ্ড, বেতনের টাকাতেই সবুজ বাঁচাও অভিযান
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement