Birbhum News: ভবঘুরেদের সেবায় সেরা সিউড়ি! রাজ্যের মধ্যে প্রথম 'অনিকেত সুনীতি চট্টরাজ ভবন', অবহেলিতদের জন্য ফার্স্ট ক্লাস বন্দোবস্ত

Last Updated:
Birbhum News: ভবঘুরেদের সেবায় সিউড়ির ‘অনিকেত সুনীতি চট্টরাজ ভবন’ রাজ্য সেরা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বার্ষিক মূল্যায়নে রাজ্যের ৬৭টি আবাসের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এটি।
1/5
শহরাঞ্চলে ভবঘুরেদের জন্য পরিষেবা প্রদানকারী রাজ্যের ৬৮টি আবাসকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে সিউড়ির ‘অনিকেত সুনীতি চট্টরাজ ভবন’। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বার্ষিক মূল্যায়নে শীর্ষে উঠে এসেছে এই কেন্দ্র। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
শহরাঞ্চলে ভবঘুরেদের জন্য পরিষেবা প্রদানকারী রাজ্যের ৬৮টি আবাসকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে সিউড়ির ‘অনিকেত সুনীতি চট্টরাজ ভবন’। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বার্ষিক মূল্যায়নে শীর্ষে উঠে এসেছে এই কেন্দ্র। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বিশেষজ্ঞ দলটি প্রতিটি আবাসে গিয়ে থাকার ব্যবস্থা, খাবার, চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সহায়তা, মনোরঞ্জনের সুযোগ এবং পুনর্বাসন কার্যক্রমের মান খতিয়ে দেখে নম্বর প্রদান করেছে। এই মূল্যায়নেই সিউড়ির আবাস পেয়েছে ১০০-র মধ্যে ৮৫.০৩ নম্বর।
বিশেষজ্ঞ দলটি প্রতিটি আবাসে গিয়ে থাকার ব্যবস্থা, খাবার, চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সহায়তা, মনোরঞ্জনের সুযোগ এবং পুনর্বাসন কার্যক্রমের মান খতিয়ে দেখে নম্বর প্রদান করেছে। এই মূল্যায়নেই সিউড়ির আবাস পেয়েছে ১০০-র মধ্যে ৮৫.০৩ নম্বর।
advertisement
3/5
সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন,
সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, "এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার প্রচেষ্টাকেই এই সাফল্য আরও এগিয়ে নিয়ে যাবে।"
advertisement
4/5
আবাসটিতে থাকা ভবঘুরেদের জন্য রয়েছে তিনবেলা পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরিষেবা, কাউন্সেলিং, যোগাভ্যাস, সাংস্কৃতিক চর্চা, টিভি, লাইব্রেরি ও পরিচ্ছন্ন পরিবেশ। একই সঙ্গে পুনর্বাসন ও সামাজিকীকরণেও রয়েছে বিশেষ উদ্যোগ।
আবাসটিতে থাকা ভবঘুরেদের জন্য রয়েছে তিনবেলা পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরিষেবা, কাউন্সেলিং, যোগাভ্যাস, সাংস্কৃতিক চর্চা, টিভি, লাইব্রেরি ও পরিচ্ছন্ন পরিবেশ। একই সঙ্গে পুনর্বাসন ও সামাজিকীকরণেও রয়েছে বিশেষ উদ্যোগ।
advertisement
5/5
স্থানীয়দের মতে, এই আবাস শুধু আশ্রয় নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। প্রশাসন আশা করছে সিউড়ির এই সাফল্য রাজ্যের অন্য পুরসভাগুলিকেও অনুপ্রাণিত করবে। আরও উন্নত পরিষেবা দিয়ে শীর্ষস্থান ধরে রাখাই এখন তাদের মূল লক্ষ্য।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
স্থানীয়দের মতে, এই আবাস শুধু আশ্রয় নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। প্রশাসন আশা করছে সিউড়ির এই সাফল্য রাজ্যের অন্য পুরসভাগুলিকেও অনুপ্রাণিত করবে। আরও উন্নত পরিষেবা দিয়ে শীর্ষস্থান ধরে রাখাই এখন তাদের মূল লক্ষ্য।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement