অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে সিরিজে টিকে থাকতে গেলে জয় ছাড়া কোনও বিকল্প নেই দ্বিতীয় একদিনের (2nd ODI) ম্যাচের আগে৷ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে বিফল হয়েছেন কেএল রাহুল (KL Rahul)৷ এই সিরিজ কেএল রাহুলের সামনে বড় প্রশ্ন৷
এছাড়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম একদিনের ম্যাচে ফের একবার মিডল অর্ডারের দুর্বলতা সামনে এসেছে৷ বিরাট কোহলি (Virat Kohli) এবং শিখর ধাওয়ান ব্যাটে রান পেলেও দলকে জয় এনে দিতে পারেননি৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজও ভারত ১-২ হেরেছে৷ যার পরেই বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷
advertisement
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের ডিটেলস: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে (2nd ODI) ম্যাচে ২১ জানুয়ারি বোল্যান্ড পার্কে খেলা৷
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) : ভারত প্রথম একদিনের ম্যাচে ৩১ রানে হারে৷ যা ভারতের একদিনের সিরিজ জয়ের ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৯৬ রান করেছিল৷ কিন্তু ভারতীয় দল লক্ষ্য তাড়া করে ম্যাচ হেরে যায়৷ রাসি বন ডর দুসান এবং অধিনায়ক টেম্বা বাবুমা শানদার ইনিংস খেলেন৷ অন্যদিকে শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শার্দুল ঠাকুর ছাড়া বাকি ব্যাটসম্যানরা সকলেই ফ্লপ৷
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA Weather Update ) শুক্রবার এখানের ওয়েদার আপডেট (Weather Update )) অনুযায়ি তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বললেই চলে, আবহাওয়ার পূর্বাভাস হিসেবে (Weather Update) ১৩ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
আরও পড়ুন - Murshidabad News: কখনও রাতের অন্ধকারে, কখনও দিনের আলোয় দেদার চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, তারপর যা হল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পিচ রিপোর্ট (IND vs SA Pitch Report) বোল্যান্ড পার্ক উইকেট ব্যাটসম্যান সহায়ক৷ প্রথমে যাঁরা ব্যাট করবেন তাঁদের অ্যাডভানটেজ থাকবে৷ এরপপর সুইং বোলাররা সুবিধা পাবেন৷ মাঝের ওভার থেকে ফায়দা তুলতে পারেন স্পিনাররা৷
লক্ষ্য তাড়া করা দলের রেকর্ড: এই মাঠে লক্ষ্য তাড়া করে নামা দলের রেকর্ড একেবারেই ভাল নয়৷ এই উইকেটে তাদের জয়ের শতাংশ মাত্র ৪০ শতাংশ৷