TRENDING:

IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 2nd ODI-র Toss Update, জানুন Weather Update

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের (2nd ODI) ম্যাচে টসে (Toss Update) জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক কেএল রাহুল(KL Rahul)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় একদিনের (2nd ODI) খেলায় ভারতীয় ক্রিকেট দলের সামনে বড় চ্যালেঞ্জ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা  (India vs South Africa) সিরিজে এই মুহূর্তে ১-০ পিছিয়ে রয়েছে ভারত৷ তাই এই মহা গুরুত্বপূর্ণ দ্বিতীয় একদিনের ম্যাচে যদি ভারত জিততে না পারে তাহলে টেস্ট সিরিজের পর একদিনের সিরিজও খোয়াবে ভারত৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের (2nd ODI) ম্যাচে টসে  (Toss Update)  জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক কেএল রাহুল(KL  Rahul)৷
ind vs sa: 2nd odi toss update - Photo Courtesy-  (BCCI Twitter)
ind vs sa: 2nd odi toss update - Photo Courtesy- (BCCI Twitter)
advertisement

অধিনায়ক কেএল রাহুলের (KL  Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে সিরিজে টিকে থাকতে গেলে জয় ছাড়া কোনও বিকল্প নেই দ্বিতীয় একদিনের (2nd ODI) ম্যাচের আগে৷ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে বিফল হয়েছেন কেএল রাহুল (KL  Rahul)৷  এই সিরিজ কেএল রাহুলের সামনে বড় প্রশ্ন৷

এছাড়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম একদিনের ম্যাচে ফের একবার মিডল অর্ডারের দুর্বলতা সামনে এসেছে৷ বিরাট কোহলি (Virat Kohli)  এবং শিখর ধাওয়ান ব্যাটে রান পেলেও দলকে জয় এনে দিতে পারেননি৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজও ভারত ১-২ হেরেছে৷ যার পরেই বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷

advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের ডিটেলস: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে (2nd ODI) ম্যাচে ২১ জানুয়ারি বোল্যান্ড পার্কে খেলা৷

আরও পড়ুন - T20 World Cup 2022 Fixture: ১৬ অক্টোবর থেকে শুরু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, জানুন কবে কার বিরুদ্ধে খেলবে ভারত

advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) : ভারত প্রথম একদিনের ম্যাচে ৩১ রানে হারে৷ যা ভারতের একদিনের সিরিজ জয়ের ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৯৬ রান করেছিল৷ কিন্তু ভারতীয় দল লক্ষ্য তাড়া করে ম্যাচ হেরে যায়৷ রাসি বন ডর দুসান এবং অধিনায়ক টেম্বা বাবুমা শানদার ইনিংস খেলেন৷ অন্যদিকে শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শার্দুল ঠাকুর ছাড়া বাকি ব্যাটসম্যানরা সকলেই ফ্লপ৷

advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA Weather Update ) শুক্রবার এখানের ওয়েদার আপডেট (Weather Update )) অনুযায়ি  তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ বৃষ্টির সম্ভবনা প্রায় নেই বললেই চলে, আবহাওয়ার পূর্বাভাস হিসেবে (Weather Update) ১৩ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

আরও পড়ুন - Murshidabad News: কখনও রাতের অন্ধকারে, কখনও দিনের আলোয় দেদার চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, তারপর যা হল

advertisement

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পিচ রিপোর্ট (IND vs SA Pitch Report) বোল্যান্ড পার্ক উইকেট ব্যাটসম্যান সহায়ক৷ প্রথমে যাঁরা ব্যাট করবেন তাঁদের অ্যাডভানটেজ থাকবে৷ এরপপর সুইং বোলাররা সুবিধা পাবেন৷ মাঝের ওভার থেকে ফায়দা তুলতে পারেন স্পিনাররা৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

লক্ষ্য তাড়া করা দলের রেকর্ড:  এই মাঠে লক্ষ্য তাড়া করে নামা দলের রেকর্ড একেবারেই ভাল নয়৷ এই উইকেটে তাদের জয়ের শতাংশ মাত্র ৪০ শতাংশ৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 2nd ODI-র Toss Update, জানুন Weather Update
Open in App
হোম
খবর
ফটো
লোকাল