Murshidabad News: কখনও রাতের অন্ধকারে, কখনও দিনের আলোয় দেদার চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, তারপর যা হল

Last Updated:

Murshidabad News: গঙ্গার ধার থেকে অবৈধভাবে মাটি তোলা (Illegal Soil Collection) হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে গঙ্গা ভাঙনের (Ganga Erosion) কবলে পড়বে বিস্তীর্ণ এলাকা।

Murshidabad News: Illegal soil collection is causing massive erosion in Ganges, Government officers done raid on the area in Raghunathganj
Murshidabad News: Illegal soil collection is causing massive erosion in Ganges, Government officers done raid on the area in Raghunathganj
#রঘুনাথগঞ্জ: কখনও রাতের অন্ধকারে, আবার কখনও দিনের আলোয় দেদার চলছে মুর্শিদাবাদে (Murshidabad News) মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। রঘুনাথগঞ্জ (Raghunathganj)  ২নং ব্লকের কাশিয়াডাঙা অঞ্চলের গঙ্গার ধার থেকে অবৈধভাবে মাটি তোলা (Illegal Soil Collection) হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে গঙ্গা ভাঙনের (Ganga Erosion) কবলে পড়বে বিস্তীর্ণ এলাকা। এই অভিযোগ পাওয়ার পড়েই বৃহস্পতিবার ভূমি রাজস্ব দফতর থেকে হানা দেন সরকারি আধিকারিকরা (Government Officers)। ২টি ট্রাক্টর আটক করা হয় এলাকা থেকে।
বেশ কিছুদিন ধরেই গঙ্গার তীরবর্তী এলাকা সামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি গঙ্গা ভাঙনে  (Ganga Erosion)  ভিটে হারা হয়েছে কয়েক হাজার পরিবার। গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার কালাছড়ি ঘর, জমি জায়গা, স্কুল। কিন্তু তাতেও হুশ ফেরেনি স্থানীয় প্রশাসনের। রঘুনাথগঞ্জ ২নং ব্লকের  কাশিয়াডাঙা অঞ্চলের গঙ্গার তীরবর্তী এলাকা থেকে মাটি মাফিয়ারা দেদার মাটি (Illegal Soil Collection)  কাটছে বলে অভিযোগ। কখনও রাতের অন্ধকারে আবার কখনও দিনের আলোয় দেদার চলছে মাটি মাফিয়াদের  (Illegal Soil Collection)  দৌরাত্মা| সন্ধ্যা নামতেই ২০-২৫টি ট্রাক্টর এসে মাটি তুলতে শুরু করে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা হানুজ্জামান সেখ বলেন, ভোর রাত পর্যন্ত চলে মাটি কেটে পাচার (Illegal Soil Collection)  করার কাজ। মাটি তুলে পাচার করা হচ্ছে ইটের ভাটায় এমনটাই অভিযোগ স্থানিয়দের। এইভাবে মাটি কাটা চললে কিছুদিনের মধ্যেই বড় আকারের ভাঙন দেখা দেবে। স্থানীয় বাসিন্দা অমিত বিশ্বাস বলেন, বারে বারে এই মাটি মাফিয়াদের গঙ্গার তীরবর্তী  এলাকা থেকে মাটি তুললেও তা নিয়ে প্রশাসনের কোনো বাধা  নেই। যদিও বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তর থেকে হানা দেয় সরকারি আধিকারিকরা।
advertisement
ভূমি রাজস্ব দফতর অভিযান চালিয়ে ২টি ট্রাক্টর আটক করে। কিছুটা হলেও সস্তি গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের। তবে মাটি কাটা বন্ধের কড়া হাতে পদক্ষেপ নিতে হবে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।বি এল আর ও স্বপন সাহা বলেন, অভিযোগ পাওয়া মাত্র এই এলাকার হানা দেওয়া হয়। বেশ কিছু ট্রাক্টর আটক করা হয়েছে। তবে  চালক পালিয়ে যায়। যে বা যারা এই মাটি পাচার চক্রে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ  নেওয়া হবে। মাটি পাচার রুখতে প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার তীরবর্তী এলাকায় লাগাতার নজরদারি চলছে
advertisement
 Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কখনও রাতের অন্ধকারে, কখনও দিনের আলোয় দেদার চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, তারপর যা হল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement