মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। দুবাই স্লো টার্নার উইকেটে প্রথমে ব্যাট করে বড় টার্গেট সেট করে ভারতকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত পাক অধিনায়কের। তবে টস হারলেও খুব একটা হতাশ নন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক জানান, তিনি টস জিতলে ফিল্ডিং-ই করতেন
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল,শিবম দুবে,কুলদীপ যাদব,জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।
আরও পড়ুনঃ Sourav Ganguly: রবিতে সিএবিতে সৌরভের ‘সূর্যদয়’! বিনা লড়াইয়ে ‘সিংহাসন’ দখল মরাহাজের
প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে দুই দলের বিগত সাক্ষাতের পরিসংখ্যান ও বর্তমান শক্তির বিচার করলে ভারতীয় দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এই ম্যাচে কোনও পরিসংখ্যান যে কাজ করে না, খেলার সময় চাপ সামলে যে ভাল পাফর্ম করবে তারাই জিতবে। শেষ হাসি কে হাসে তাকর উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টায়।