TRENDING:

IND vs PAK: মেগা ম্যাচে টস হারল ভারত, কেমন হল দুই দলের একাদশ? রইল সব আপডেট

Last Updated:

Asia Cup 2025, IND vs PAK:মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: অবশেষে প্রতীক্ষার অবসান। ২২ গজে ফের একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলা, অপারেশব সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা-উত্তেজনা আকাশ ছুঁয়েছে। রাজনৈতিক তরজাও কম হয়নি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সাক্ষী থাকতে চলেছে এই ২২ গজের যুদ্ধে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
News18
News18
advertisement

মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। দুবাই স্লো টার্নার উইকেটে প্রথমে ব্যাট করে বড় টার্গেট সেট করে ভারতকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত পাক অধিনায়কের। তবে টস হারলেও খুব একটা হতাশ নন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক জানান, তিনি টস জিতলে ফিল্ডিং-ই করতেন

advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল,শিবম দুবে,কুলদীপ যাদব,জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly: রবিতে সিএবিতে সৌরভের ‘সূর্যদয়’! বিনা লড়াইয়ে ‘সিংহাসন’ দখল মরাহাজের

প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে দুই দলের বিগত সাক্ষাতের পরিসংখ্যান ও বর্তমান শক্তির বিচার করলে ভারতীয় দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এই ম্যাচে কোনও পরিসংখ্যান যে কাজ করে না, খেলার সময় চাপ সামলে যে ভাল পাফর্ম করবে তারাই জিতবে। শেষ হাসি কে হাসে তাকর উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: মেগা ম্যাচে টস হারল ভারত, কেমন হল দুই দলের একাদশ? রইল সব আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল