TRENDING:

একের পর এক ভাঙা হচ্ছে টিভি! ভারত-পাক ম্যাচের আগে মুম্বইয়ের ভাইরাল ভিডিও-তে অবাক ক্রিকেটপ্রেমীরা!

Last Updated:

এতদিন শোনা যেত ভারতের কাছে পাকিস্তান হারলে সেখানে নাকি হাজারে হাজারে টিভি ভাঙে। দীর্ঘদিন ধরে এমনই টিপ্পনি চলে আসছিল ক্রিকেটমহলে। কিন্তু, ভারত-পাক ম্যাচের আগে এবার ভারতের বুকেই চুরমার করা হল টিভি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এতদিন শোনা যেত ভারতের কাছে পাকিস্তান হারলে সেখানে নাকি হাজারে হাজারে টিভি ভাঙা হয়। দীর্ঘদিন ধরে এমনই টিপ্পনি চলে আসছিল ক্রিকেটমহলে। কিন্তু, ভারত-পাক ম্যাচের আগে এবার ভারতের বুকেই চুরমার করা হল টিভি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। টিভি আছড়ে ফেলে ভাঙা টুকরোর উপরে উঠে লাফাতেও দেখা গিয়েছে অনেককে।
ভাঙা হচ্ছে টিভি!
ভাঙা হচ্ছে টিভি!
advertisement

পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার বিভিন্ন দাবি উঠেছে ইতিমধ্যেই। এশিয়া কাপ বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্ট যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়। সেটাও নিশ্চিত করার দাবি ওঠে। শুরু থেকেই বোর্ডের সিদ্ধান্তের প্রবল বিরোধিতা উদ্ধব ঠাকরে। আজ থেকে সাড়ে তিন দশক আগে বালাসাহেব ঠাকরে ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে চলে আসেন। এবারে একই বিরোধিতায় সরব হয়েছেন অবিভক্ত শিব সেনা। আর উদ্ধব সেনার মুখপাত্র আনন্দ দুবে অভিনব প্রতিবাদ করলেন। ভারত-পাক ম্যাচের ঠিক আগে টিভি ভেঙে ফেললেন তিনি।

advertisement

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে মুম্বইতে আনন্দ টিভি ভাঙছেন ক্রিকেট ব্যাট দিয়ে। শুধু আনন্দ একাই নন। একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও টিভি ভেঙে ভারত-পাক ম্যাচের প্রতিবাদ জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
একের পর এক ভাঙা হচ্ছে টিভি! ভারত-পাক ম্যাচের আগে মুম্বইয়ের ভাইরাল ভিডিও-তে অবাক ক্রিকেটপ্রেমীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল