পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার বিভিন্ন দাবি উঠেছে ইতিমধ্যেই। এশিয়া কাপ বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্ট যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়। সেটাও নিশ্চিত করার দাবি ওঠে। শুরু থেকেই বোর্ডের সিদ্ধান্তের প্রবল বিরোধিতা উদ্ধব ঠাকরে। আজ থেকে সাড়ে তিন দশক আগে বালাসাহেব ঠাকরে ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে চলে আসেন। এবারে একই বিরোধিতায় সরব হয়েছেন অবিভক্ত শিব সেনা। আর উদ্ধব সেনার মুখপাত্র আনন্দ দুবে অভিনব প্রতিবাদ করলেন। ভারত-পাক ম্যাচের ঠিক আগে টিভি ভেঙে ফেললেন তিনি।
advertisement
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে মুম্বইতে আনন্দ টিভি ভাঙছেন ক্রিকেট ব্যাট দিয়ে। শুধু আনন্দ একাই নন। একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও টিভি ভেঙে ভারত-পাক ম্যাচের প্রতিবাদ জানিয়েছেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 7:14 PM IST