রবিবার বৃষ্টিভেজা দুপরে ময়দানে যে ভাবে ইস্টবেঙ্গলের ফুটবলাররা মাঠে ফুল ফোটালেন তা দেখে খুশি আপামর লাল-হলুদ সমর্থকরা। বেশ কিছু সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত।
ম্যাচের শুরুতে ২৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড লালানসাঙ্গা। আমনের পাস পিভি বিষ্ণু পেয়ে দ্রুত বক্সে ঢুকে ক্রস করেন। বল পেয়েই তা জালে জড়িয়ে দেন ডেভিড। এরপর থেকেই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পান লাল-হলুদ ফুটবলাররা। প্রথমার্ধে কোনও গোল না পেলেও ডায়মন্ড হারবারকে যথেষ্ট চাপে রাখেন তাঁরা।
advertisement
ম্যাচের দ্বিতীয় অর্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল ডায়মন্ড হারবার। জবি জাস্টিনের শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের শেষ অতন্দ্র প্রহরী দেবজিত। কিন্তু, ম্যাচের ৭২ মিনিটে পলের ফ্রিকিক থেকে পবনের হেডে গোল করে ফলাফল সমান সমান করে ফেলে ডায়মন্ড হারবার।
এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। মাঠের বাঁ প্রান্ত থেকে সায়নের পাসে গোল করেন জেসিন। ম্যাচের বাড়তি সময়ে আরও একটি গোল করে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয় নিশ্চিত করেন এই বিদেশি ফুটবলার।