Sourav Ganguly: রবিতে সিএবিতে সৌরভের 'সূর্যদয়'! বিনা লড়াইয়ে 'সিংহাসন' দখল মহারাজের

Last Updated:

Sourav Ganguly:রবিবার দুপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-তে আগামী তিন বছরের জন্য প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

News18
News18
কলকাতা: রবিবার দুপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-তে আগামী তিন বছরের জন্য প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছ’বছর পর ফের একবার তিনি সিএবি-র শীর্ষপদে বসতে চলেছেন, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সৌরভের সঙ্গে তাঁর প্যানেলের অন্যান্য সদস্যরাও তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে পূর্ণ শক্তির সঙ্গেই বঙ্গ ক্রিকেট প্রশাসনে ফিরছেন ‘মহারাজ’।
সিএবি প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ইনিংস ছিল অত্যন্ত সফল। সেবারই তাঁর প্রশাসনিক দক্ষতা নজরে আসে জাতীয় স্তরে। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে যান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সর্বোচ্চ পদে। একজন প্রাক্তন ক্রীড়াবিদ হয়েও প্রশাসনের কঠিন জগত সামলানোর দক্ষতা তিনি সেখানেও প্রমাণ করেছিলেন। ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়।
advertisement
তবে ভারতীয় বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর কুলিং অফ পিরিয়ডের কারণে কিছুটা বিরতি নিতে হয় তাঁকে। সেই বিরতি পেরিয়ে ফের ক্রিকেট প্রশাসনে সক্রিয় হলেন সৌরভ। আবারও যাত্রা শুরু করলেন বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা থেকেই, যেখান থেকে শুরু হয়েছিল তাঁর প্রশাসনিক অভিযাত্রা।
advertisement
advertisement
তাঁর এই প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে প্রত্যাশা তুঙ্গে। নতুন দায়িত্বে তিনি কীভাবে বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যান, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। সৌরভের অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতার উপর আস্থা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: রবিতে সিএবিতে সৌরভের 'সূর্যদয়'! বিনা লড়াইয়ে 'সিংহাসন' দখল মহারাজের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement