TRENDING:

Ind vs Pak: India-র বিরুদ্ধে ম্যাচ জেতানো Pak ক্রিকেটার বলছেন শাহিন এখনও শিখছেন আর অ্যাডভানটেজ ভারত!

Last Updated:

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পারদ চড়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পারদ চড়ছে৷ এই মেগা ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি তুঙ্গে৷ বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলেই নিজের নিজের মত দেওয়া শুরু করেছেন৷ এর মধ্যেই হঠাৎ পাকিস্তানি ক্রিকেটারের মুখ থেকে এ কীরকম কথা এল ৷ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কাণ্ডারি মহম্মদ আমির বলে দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও শাহিন আফ্রিদির (Saheen Afridi) মধ্যে তুলনা করার কোনও প্রয়োজন নেই৷
 Ind vs Pak: Mohammad Amir said that comparison between Jasprit Bumrah and Shaheen Afridi is foolish- Photo- File
Ind vs Pak: Mohammad Amir said that comparison between Jasprit Bumrah and Shaheen Afridi is foolish- Photo- File
advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup) এ ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ৷ মহম্মদ আমির (Mohammed Amir) বলে দিয়েছেন ভারতকে টক্কর দেওয়ার ক্ষমতা সেরকম কতটা কার্যকরী হবে তা বোঝা যাচ্ছে না৷ তাঁর মতে শাহিন আফ্রিদি এখনও শিখছেন৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে নজর থাকবে বিরাট কোহলি ও বাবর আজমের দিকে৷ নজর থাকবে রোহিত শর্মার দিকে৷ তেমনিই বোলারদের মধ্যে নজর থাকবে ভারতের জসপ্রীত বুমরাহ ও শাহিন আফ্রিদির দিকেও৷ তবে তাঁদের মধ্যে তুলনা করা উচিত নয়৷

advertisement

আরও পড়ুন - North Bengal Weather Update : বৃষ্টি থামতেই ঘন কুয়াশায় চাদর, শীতের অনুভূতি শুরু

একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে এইরকম সত্যি কথা বলে দিয়েছেন পাকিস্তানের এই তারকা৷ তাঁর মতে দুটি ক্রিকেটারের মধ্যে তুলনা করা একেবারে অনুচিত৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহি৷ তিনি জানিয়েছেন এই পিচের মান খুবই ক্রিকেটের সহায়ক৷

advertisement

আমিরের মত অনুসারে ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য স্পিন আক্রমণ রয়েছে৷ তিনি বলেছেন, ‘‘ভারতের কাছে অ্যাডভানটেজ রয়েছে, জাদেজা, অশ্বিন এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিনার রয়েছে৷ যাঁরা আইপিএলে ভালো পারফরম্যান্স করেছে৷ ’’ ভারত ও পাকিস্তান দল এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে তার মধ্যে পাঁচবারই ভারত জিতেছে৷ অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অঙ্কের বিচারে ভারত অনেকটাই অ্যাডভানটেজ৷

advertisement

আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

পাকিস্তান ক্রিকেটাররা অবশ্য এই পরিসংখ্যান মাথায় রেখে মেগা ম্যাচে মাঠে নামবেন না৷ মাঠে নামবে ভারতও ৷ তারাও জানে এই ম্যাচে আগের পরিসংখ্যান কোনও কাজে আসে না৷ সেই দিনে যে দল ভালো পারফর্ম করবে সেই জিতবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: India-র বিরুদ্ধে ম্যাচ জেতানো Pak ক্রিকেটার বলছেন শাহিন এখনও শিখছেন আর অ্যাডভানটেজ ভারত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল